দেবরীনা মণ্ডল সাহা :- প্রাথমিক শিক্ষক নিয়োগে উঠল স্থগিতাদেশ| কলকাতা হাইকোর্ট প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিল | বৃহস্পতিবার তা তুলে নেওয়া হল | আপাতত চলতে পারে নিয়োগ | যার ফলে আপাতত প্রাইমারি টেটের নিয়োগে আর কোনও বাধা রইল না | ভোটের আগে হাসি ফুটল চাকরিপ্রার্থীদের | তবে আগামী দু’সপ্তাহের মধ্যে পর্ষদকে যথাযথ মেধা তালিকা প্রকাশ করতে হবে,এ দিন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় | ২০১৪ সালের ওই নিয়োগের ক্ষেত্রে ৪ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত। সম্প্রতি প্রাথমিকে ১৬,৫০০ শিক্ষকপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ | সেই পদ্ধতিতে অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরিপ্রার্থী | নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির আশঙ্কাও করেন তাঁরা। এরপরই গত ২২ ফেব্রুয়ারি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ এই নিয়োগে স্থগিতাদেশের কথা জানায় | কিন্তু সে স্থগিতাদেশ এদিন তুলে দিল আদালত | এর ফলে চাকরিপ্রার্থীরা যেমন স্বস্তিতে। একইভাবে স্বস্তিতে রাজ্য সরকারও |