দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিয়ালদহ বিভাগের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ সম্পন্ন, যাত্রী সেবায় বড় পদক্ষেপ বলছে ডিভিশন। যাত্রী পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, শিয়ালদহ বিভাগ তার অন্তর্গত সমস্ত স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। শিয়ালদহ দক্ষিণ, মূল ও উত্তর শাখা জুড়ে পরিচালিত এই ব্যাপক প্রকল্পের লক্ষ্য ছিল যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে ওঠানামার সুবিধা দেওয়া, অসুবিধা দূর করা এবং নিরাপত্তা বৃদ্ধি করা।শিয়ালদা দক্ষিণ, মূল এবং উত্তর শাখা মিলিয়ে এখনও পর্যন্ত ৩১টি স্টেশনে প্ল্যাটফর্ম উঁচুর কাজ শেষ হয়েছে। বাকি ১০টি স্টেশনে এই কাজ চলছে পুরোদমে। পুরো প্রকল্পের জন্য ব্যয় হয়েছে প্রায় ৩৭ কোটি টাকা।রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে এই কাজ চলছে। ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে শুরু করে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত। রেলকর্তাদের মতে, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী শিয়ালদা বিভাগের বিভিন্ন স্টেশন থেকে যাতায়াত করেন। কিন্তু বহু স্টেশনের প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত এতটাই নিচু ছিল যে ট্রেনে ওঠা-নামা করতে গিয়ে বিপদের সম্ভাবনা থেকে যেত। বিশেষ করে প্রবীণ নাগরিক, শিশু, প্রতিবন্ধী যাত্রী এবং ভারী ব্যাগ বা লাগেজ বহনকারীদের পক্ষে ট্রেন ধরতে গিয়ে বিপদ ঘটার আশঙ্কা ছিল।
এই প্ল্যাটফর্ম উঁচু করার ফলে সেই সমস্ত ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।এবিষয়ে শিয়ালদহ বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা জানান, ‘আমাদের কাছে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধাই সর্বাধিক গুরুত্ব পায়। বহুদিন ধরেই কম উচ্চতার প্ল্যাটফর্ম থেকে দুর্ঘটনার আশঙ্কা ছিল। এখন সেই সমস্যা অনেকটাই দূর হবে। প্ল্যাটফর্ম উঁচু করার কাজ যত দ্রুত শেষ হবে, তত দ্রুত সাধারণ যাত্রীরা এর সুফল পেতে শুরু করবেন।’এই উদ্যোগটি শিয়ালদহ বিভাগের পরিকাঠামো উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। প্ল্যাটফর্মগুলো উঁচু হওয়ায় যাত্রীদের ট্রেনে ওঠা-নামা আরও সহজ হবে, বিশেষ করে বয়স্ক, শিশু, শারীরিক প্রতিবন্ধী এবং ভারী লাগেজ নিয়ে যাতায়াতকারী যাত্রীদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হবে।
Hindustan TV Bangla Bengali News Portal