দেবরীনা মণ্ডল সাহা :- শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে অন্য কোথাও খুন করে কেউ বা কারা এখানে ফেলে গিয়েছে।এলাকার লোকজনের অনুমান, মহিলা স্থানীয় বাসিন্দা নন। তিনি পর্যটক হতে পারেন বলেও মনে করা হচ্ছে। শান্তিনিকেতন থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। বোলপুর মহকুমা হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে খবর, দেহটি পড়ে ছিল মাটিতে। গলায় ওড়না জড়ানো ছিল। পরনে ছিল সালোয়ার কামিজ। মুখে, জামায় কাদা মাখা। মাথার কাছে আঘাতের চিহ্ন। মুখের পাশে রক্তের দাগ রয়েছে |প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, মহিলাকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না এলে নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।ঘটনায় রীতিমতো আতঙ্কিত পর্যটকরা ৷ দেহটি যেখানে পড়েছিল তার আশপাশ ঘিরে রেখেছে পুলিশ ৷ ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ পুলিশের অনুমান, অন্যত্র খুনের পর চারচাকা গাড়িতে করে দেহটি নিয়ে আসা হয় সোনাঝুরির জঙ্গলে ৷ তারপর জঙ্গলে দেহ ফেলে রেখে পালিয়ে যায় আততায়ী ৷ বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, “মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছি ৷ আশা করছি দ্রুত খুনির সন্ধান পাওয়া যাবে ৷” তদন্তকারী জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গাড়ির চাকার দাগ পাওয়া গিয়েছে ৷ মাটি ভিজে থাকায় গাড়ির চাকার দাগ দেখতে পেয়েছেন তদন্তকারীরা ৷ তাঁরা এটাও বুঝতে পেরেছেন গাড়ি থেকে দেহটি নামিয়ে কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ছোট একটি সোনাঝুরি গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত মৃতের কোনও পরিচয় জানতে পারেনি পুলিশ ৷ ধর্ষণ করে খুন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal