দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লি থেকে কলকাতায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে বাংলার গরিব ও বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে । তিনি বলেন, “বাংলার একটি নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, লক্ষ মানুষকে নিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করব |” তিনি জানান, এই বিষয়ে সংসদে আলোচনা চাইছে বিরোধীরা ৷ কিন্তু কেন্দ্র ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যাচ্ছে । অভিষেকের দাবি, “কেন্দ্র কিছু লুকোতে চাইছে বলেই এসআইআর নিয়ে সংসদে আলোচনা করতে চাইছে না ।” এই ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধিও অভিযোগ তুলেছেন যে বিজেপি ও কমিশন মিলে ভোট চুরির পরিকল্পনা করছে । বিরোধীরা আগামী ১১ অগস্ট নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানাবে| SIR প্রসঙ্গের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক প্রকল্পের অর্থ আটকে রাখার অভিযোগও আনেন অভিষেক । তাঁর বক্তব্য, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজের টাকা দিতে হবে ৷ কিন্তু ৮ অগস্ট পর্যন্ত এক টাকাও রাজ্যে আসেনি । জল জীবন মিশনের আড়াই হাজার কোটি টাকা বকেয়া রয়েছে ৷ আর হঠাৎ করেই বাংলায় টিকাকরণ বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি ।অভিষেক আরও জানিয়েছেন, এসআইআর প্রশ্নে এক বন্ধনীতে আসতে রাজি ইন্ডিয়া জোটের বাকি দলগুলি। আগামী ১১ আগস্ট সোমবার বিরোধী সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিতে যোগ দেবেন।
অভিষেকের অভিযোগ, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় নানা ‘টেস্ট-ট্রায়াল’ চালিয়ে দেখেছে, কিন্তু প্রতিটি নির্বাচনে ব্যর্থ হয়েছে । এবার ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হিসেবে আনা হয়েছে SIR, যাতে গরিবদের নাম মুছে ফেলা যায় । তিনি কটাক্ষ করে বলেন, “এসআইআর আসলে ‘স্যার’ – বিজেপি নেতাদের নির্দেশে চলা কমিশনের একাংশ সেটাই করছে । এই কারচুপি বরদাস্ত করা হবে না ।”
Hindustan TV Bangla Bengali News Portal