Breaking News

প্রতীক্ষার অবসান! কবে থেকে শিয়ালদহ-রানাঘাট রুটে ছুটবে এসি লোকাল? প্রতি কামরায় থাকছে টিটি-জিআরপি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ১০ তারিখ থেকে শিয়ালদহ-রানাঘাট শাখায় ছুটবে এসি লোকাল ট্রেন। পূর্ব ভারতে এই প্রথম এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক বিষয়ে নজর দেওয়া হয়েছে। তবে বিনা টিকিটে যাত্রীরা কেউ চড়তে পারবেন না। ট্রেনেই টিকিট পরীক্ষক ও রেল পুলিশ থাকবেন। বিনা টিকিটের যাত্রীরা ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রেলের তরফে এদিন এই কথা জানানো হয়েছে।রেলের তরফে জানানো হয়, আগামী রবিবার (১০ অগস্ট) থেকে শিয়ালদহ এবং রানাঘাট রুটে এসি লোকাল চলবে। ওই দিন সকাল ১১টা নাগাদ শিয়ালদহ স্টেশনে ওই এসি লোকাল ট্রেনের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর।রেল আগেই জানিয়েছিল, শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপাতত আপ-ডাউন মিলিয়ে এক জোড়া এসি লোকাল ট্রেন চলবে। মূলত, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময়েই চালানো হবে লোকাল দু’টি। সকালের এসি লোকালটি ৮টা ২৯ মিনিট নাগাদ রানাঘাট থেকে ছাড়বে। শিয়ালদহ পৌঁছোবে সকাল ১০টা ১০ মিনিটে। আর সন্ধ্যার লোকালটি ছাড়বে শিয়ালদহ থেকে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়বে। রানাঘাট পৌঁছোবে রাত ৮টা ৩২ মিনিটে। কোথায় কোথায় দাঁড়াবে, সেই তালিকাও দেওয়া হয়েছে। রানাঘাট থেকে যাত্রা শুরুর পর চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে থামবে।শিয়ালদহের ডিভিশনাল পার্সোনাল অফিসার একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রীসুরক্ষার কথা সম্পূর্ণভাবে মাথায় রাখা হয়েছে। প্রতিটি কামরায় ৩০ টন ক্ষমতাসম্পন্ন এসি থাকছে। যাত্রীরা কোনও সমস্যায় পড়লে ট্রেনের গার্ড ও চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেজন্য প্রতিটি কামরায় টক-ব্যাক সিস্টেম আছে। সিসিটিভিও রয়েছে ট্রেনে। প্রতিটি কামরায় থাকবেন টিকিট পরীক্ষক ও আরপিএফ জওয়ান।রেল আরও জানিয়েছে, রেল আগেই জানিয়েছিল, শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত এসি লোকালের ভাড়া হবে ৩৫ টাকা। আর মাসিক ৬২০ টাকা। ব্যারাকপুর পর্যন্ত ৬০ টাকা (মাসিক ১২৭৫ টাকা)। নৈহাটি এবং রানাঘাট পর্যন্ত যথাক্রমে ৯০ এবং ১২০ টাকা (মাসিক যথাক্রমে ১৮১০ এবং ২৪৩০ টাকা)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *