Breaking News

মাঝরাতের অন্ধকারে হুগলি নদীতে ভেসে যাচ্ছিলেন মহিলা!কলকাতায় হুগলি নদীতে দুঃসাহসিক উদ্ধার অভিযান

প্রসেনজিৎ ধর, হুগলি:-গভীর রাত, ঘড়ির কাঁটা তখন প্রায় ১২টা ৪৫। হুগলি নদীতে টহল দিচ্ছিল নৌবাহিনীর সাগর প্রহরী বল কলকাতা ইউনিটের একটি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (FIC)। সেই সময় আচমকা ক্রাফটের তৎপর নাবিকদের চোখে পড়ে নদীর মাঝখানে জলের তোড়ে হেলে দুলে চলেছেন এক মহিলা।দেখা যায়, নদীর প্রবল স্রোতে ভেসে যাচ্ছেন তিনি এবং জলে হাবুডুবু খাচ্ছেন। তখন সেই মহিলার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেয় নৌসেনার দল, অন্ধকারে, কঠিন পরিস্থিতিতে নির্ভয়ে তাঁরা ছুটে যান মহিলার দিকে। নদীর মাঝখানে পৌঁছে নৌসেনাকর্মীরা মহিলাকে নিরাপদে উদ্ধার করেন ও তাঁদের ইন্টারসেপ্টর বোটে তুলে নেন। এরপর ভীত ও আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকা মহিলাকে ধীরে ধীরে শান্ত করেন এবং সুরক্ষিতভাবে তাঁকে তীরে পৌঁছে দেন।জানা যাচ্ছে, হঠাৎই অন্ধকারে হুগলি নদীর জলে পড়ে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। তিনি আর্ত চিৎকারও করতে থাকেন। দূর থেকে সেটা নজরে আসে সাগরপ্রহরী বলের। তারা দ্রুত বোট নিয়ে সেদিকেই যায়। অনেক চেষ্টা করে তবে উদ্ধার করা সম্ভব হয় ওই মহিলাকে। যদিও অন্ধকার নদীতে স্রোতের ধাক্কায় ভেসে যেতে থাকা অবস্থায় তাঁকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছিল। গোটা অভিযানটির নেতৃত্বে ছিলেন নৌসেনা আধিকারিক।জানানো হয়েছে, এমন পরিস্থিতিতে ওই মহিলা প্রবল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাঁকে শান্ত করা হয়। এরপর তাঁকে নদী ট্র্যাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি কীভাবে জলে পড়ে গিয়েছিলেন, তাঁর পরিবারে কে কে আছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *