Breaking News

পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর বঙ্গ সফর!কবে আসবেন মোদি কলকাতায়?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চলতি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত বঙ্গ সফর পিছিয়ে গেল। সূত্রের খবর অনুযায়ী, পূর্বনির্ধারিত ২০ আগস্টের পরিবর্তে এখন ২২ আগস্ট বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী। তবে বিজেপি সূত্রে এখনও তাঁর সফরসূচি চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার দমদম সেন্ট্রাল জেলের মাঠে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি—শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন এবং একটি জনসভা।তবে রাজনৈতিক মহলের একাংশের মত, ২১ আগস্ট পর্যন্ত সংসদে অধিবেশন চলবে। তাতে ব্যস্ত থাকতে পারেন মোদি। তাই তা শেষের পরই বঙ্গে আসতে চান মোদি। প্রধানমন্ত্রীর এই সফরে কলকাতার পরিবহন অবকাঠামোয় যুক্ত হবে এক নতুন অধ্যায়। শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুটের উদ্বোধনের মাধ্যমে শহরের যাতায়াত ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন। এর পাশাপাশি দমদম সেন্ট্রাল জেলের মাঠে অনুষ্ঠিত হবে একটি বিশাল জনসভা, যেখানে মোদি আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের উদ্দেশে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর আগমনের আগেই গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে নির্বাচনী কৌশল ও বুথস্তরীয় সংগঠন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। শাহের সফরের ঠিক এক মাসের মধ্যেই ফের আসছেন মোদি, যা বিজেপির রাজ্য সংগঠনের জন্য বড় মনোবল বৃদ্ধি করবে বলে মনে করছে দলীয় সূত্র।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *