প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের কাজে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন যে চার জন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল, তা এখনই মানল না নবান্ন। তবে হ্যাঁ, আগের তুলনায় সুর কিছুটা নরম করে এবং কৌশলগতভাবে ২ জনকে ভোটার তালিকা তৈরি বা নির্বাচনী কাজকর্ম থেকে তুলে নিল। সোমবার এই মর্মে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।বারুইপুর পূর্ব (১৩৭) বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী এইআরও তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করে কমিশন। ওই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নিজেদের ঘনিষ্ঠ ডেটা এন্ট্রি অপারেটরদের কিছু গোপন নথি দিয়ে নাম নথিভুক্তিকরণের কাজ করতেন। সেসব ভোটারদের নাম হিসেবে তালিকায় সংযোজিত হত। দিল্লির নির্বাচন কমিশন এই অভিযোগ পাওয়ামাত্রই রাজ্যকে পদক্ষেপের নির্দেশ দেয়। সরকারি কাজে অনিয়মের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে বলে কমিশন। সাসপেন্ডের নির্দেশও দেওয়া হয়। সোমবার মুখ্যসচিবের তরফে জানানো হয়, ওই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করা হবে না। তাঁদের মধ্যে দু’জন যথাক্রমে বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার ও ময়নার এইআরও সুদীপ্ত দাসকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মুখ্যসচিবের তরফে জানানো হয়েছে, ওই চার আধিকারিক নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মনোবল ভেঙে যাবে। তাঁদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে নবান্ন।
Hindustan TV Bangla Bengali News Portal