Breaking News

নিয়মে বড় ছাড়! কলকাতা পুরসভার নতুন নিয়মে ৫০০ স্কোয়ার ফিটেও বাড়ি নির্মাণের ছাড়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-এবার কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতে বাড়ি তৈরি করার ছাড় দিল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সংশোধন করা হল বিল্ডিং রুলস| নতুন নিয়মে ৫০০ স্কোয়ার ফিট জায়গাতেও বাড়ি তৈরির অনুমতি মিলবে |সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক হয়। আর সেখানে বাড়ি তৈরির নিয়মে বদল আনার সিদ্ধান্ত। বৈঠক শেষে রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম জানান, ছোট জমিতে আগে বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন মিলত না।তাঁর কথায়, এখন ৫০০ স্কোয়ার ফুট জায়গাতেও বাড়ি তৈরির ছাড় দেওয়া হবে। কোনও ‘মিনিমাম’ রাখা হচ্ছে না। সমস্ত যোগ্যতা থাকলেই মিলবে ছাড়। এর ফলে ছোট জমিতেও এবার বাড়ি তৈরির সুযোগ তৈরি হবে। বসতি-সহ শহরের অন্যান্য এলাকায় বহু মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এত দিন পর্যন্ত ছোট জমিতে বাড়ি করার পরিকল্পনা অনুমোদন দিতে পারছিল না পুরসভা। নিয়মে হাত বাঁধা ছিল। সেই বাধা এবার কাটল। আধকাঠা বা তার চেয়েও ছোট জায়গাতেও আমরা প্ল্যান স্যাংশন দিতে পারব।”তবে একাধিক শর্তও থাকছে। ফিরহাদ হাকিম জানান, বাড়ির একাংশ যেন পাশের বাড়ির গায়ে না লাগে, সেই দিকে নজর দেবে পুরসভা। যদিও ছাড়ের পরিমাণ কিছুটা কম হবে সাধারণ নিয়মের তুলনায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। মিউটেশন, কনভার্সন-সহ সমস্ত আইনি কাজ নিয়ম মেনেই করতে হবে। আর সেই সবপত্র ঠিকঠাক থাকলে ১৫ দিনের মধ্যেই মিলবে নির্মাণের ছাড়পত্র। তবে বড় বাড়ির ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *