প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেফাঁস মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ন কবীর। বারবার দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। সোমবার ক্য়ামাক স্ট্রিটের বৈঠকে হুমায়নকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ বুঝিয়ে দিলেন, এসব চলবে না। বিধায়ককে তাঁর কড়া বার্তা, “দলের নিয়ম মানতে হবে। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করলে পদক্ষেপ করা হবে।”বিধানসভা ভোটের আগে জেলার নেতৃত্বদের নিয়ে জেলাওয়াড়ি বৈঠক শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ছিল বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক। হুমায়ুন-সহ ১০ বিধায়ক হাজির ছিলেন সেখানে। হুমায়ুনের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই বেড়েছিল জল্পনা।সূত্রের খবর, হুমায়ুনকে বেফাঁস মন্তব্য করা নিয়ে ভর্ৎসনা করেছেন অভিষেক। বলেছেন, ‘আপনি সবকিছু নিয়ে কথা বলেন। দলকে বিড়ম্বনায় ফেলেন। আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান।’ দলের নেতাদের এদিন মুখ খুলতে নিষেধও করেছেন অভিষেক।এদিন অভিষেক ভরতপুরের বিধায়ককে সাফ জানিয়েছেন, কোনওরকম বেফাঁস মন্তব্য করা যাবে না। যা ক্ষোভ, অভাব, অভিযোগ রয়েছে তা দলের নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় জানাতে হবে। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগ। তাঁর সাফ কথা, “দলের উপর কেউ নয়। ব্যক্তি নয়, দলই শেষ কথা।” এছাড়াও বহরমপুর সাংগঠনিক জেলার ২২ টি বিধানসভায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে ৬০০ কোটি টাকারও বেশি টাকা খরচ হবে বলে জানিয়েছেন অভিষেক। এই টাকা যেন পুরোটাই সদ্ব্যবহার হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে নেতাদের।
Hindustan TV Bangla Bengali News Portal