দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেল। শুনানির শুরুতেই সিবিআই কিছুটা সময় বাড়ানোর আবেদন জানায়, যা আদালত মঞ্জুর করে। জানা যায়, মামলার শুনানিতে অতিরিক্ত সলিসিটার জেনারেল এদিন আদালতে উপস্থিত ছিলেন না। আর সেই কারণেই বিচারপতি শুভ্রা ঘোষের কাছে সময় চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেদিন মামলার শুনানি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়। এরপর তাঁকেও গ্রেফতার করা হয়। তবে বর্তমানে অর্পিতা জামিনে মুক্ত হলেও পার্থ- জেলবন্দিই রয়েছেন। গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ইডির মামলায় জামিন দিলেও সিবিআইয়ের মামলায় জামিন না মেলায় তিনি এখনও মুক্তি পাননি।
Hindustan TV Bangla Bengali News Portal