Breaking News

‘নৈতিকতা থাকলে লোকসভা ভেঙে দিন’, SIR নিয়ে কেন্দ্রকে ৩ চ্যালেঞ্জ অভিষেকের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়|SIR নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগেই অভিষেক স্পষ্ট জানান, ভেঙে দেওয়া হোক লোকসভা। পদত্যাগ করুন মোদি। ফের নির্বাচন হোক।বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক চ্যালেঞ্জ ছোড়েন মোদি সরকারকে। তাঁর কথায়, ভেঙে দেওয়া হোক লোকসভা। তিন দফা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেকে লেখেন, “২০২৪ সালে ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছিল, তা ত্রুটিপূর্ণ বলছে নির্বাচন কমিশনই। বলছে, দেশের মানুষ প্রতারিত হয়েছেন।“নির্বাচন কমিশনকে ট্যাগ করে অভিষেক লেখেন, “ভারত সরকার যদি কমিশনের সঙ্গে একমত হয়, তা হলে নীতির প্রশ্নে অবিলম্বে লোকসভা ভেঙে দেওয়া উচিত এবং মুখ্য নির্বাচন কমিশনার যদি সত্যিই এত ক্ষমতাশালী হয়ে থাকেন, তা হলে শুধু ভোটমুখী রাজ্যগুলির বদলে গোটা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন করানো উচিত।“তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, “নির্বাচন কমিশন বলছে ভোটার লিস্ট ভুল এবং বেনিয়মে ভরা। প্রশ্ন হল, এক বছর আগে তো এই ভোটার তালিকাতেই লোকসভা নির্বাচন হয়েছে। সত্যিই যদি ভারত সরকার নির্বাচন কমিশনের এই বক্তব্যকে সমর্থন করে থাকে তাহলে সরকারও এগিয়ে আসুক। নৈতিকতার খাতিরে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। যদি সত্যিই কেউ SIR-কে সমর্থন করেন, তাহলে তো বলতে হবে এই দেশের জনতার সঙ্গে প্রতারণা করা হচ্ছে।”শুধু সরকারকে নয়, নির্বাচন কমিশনকেও একাধিক চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, “বর্তমান নির্বাচন কমিশনার যদি সত্যিই নিজেকে নিরপেক্ষ বলে মনে করেন, তাহলে শুধু ভোটমুখী রাজ্যগুলিতে সংশোধন না করিয়ে গোটা দেশে SIR করুন। যদি সত্যিই নিরপেক্ষ হন, তাহলে ক্রোনোলজিটা বুঝুন। প্রথমে লোকসভা ভেঙে দিন। গোটা দেশে এসআইআর করুন তারপর নির্বাচনে যান। মানুষের মুখোমুখি হন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *