প্রসেনজিৎ ধর:- বর্ধমানের সভা থেকে ইলেকশন কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “বিজেপির ললিপপ হয়ে যাবেন না”, বলে কমিশনকে তোপ মমতার।জাতীয় নির্বাচন কমিশনের তলবে সপ্তাহ দুই আগে দিল্লি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ। সেই মনোজকে পাশে নিয়েই এ বার প্রশাসনিক সভা থেকে কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি বলেছিলেন, কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘হাতের পুতুল।’ মঙ্গলবার পূর্ব বর্ধমানে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ইলেকশন কমিশন, আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সেলাম জানাই। দয়া করে বিজেপির ললিপপ হবেন না। তা হলে দেশের মানুষ ক্ষমা করবে না।’’ সেই সঙ্গে ভিন্রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর ‘আক্রমণ’ নিয়েও সরব হন মমতা। পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং নির্বাচন কমিশনের ভূমিকাকে এক বন্ধনীতে ফেলে প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী।এরপরই বিজেপি নেতৃত্বকে নিশানা করে বলেন, “ভোটের আগে আসবে বলবে এখানে নাকি সব বাংলাদেশি হয়ে গিয়েছে।” একথা জানিয়ে দেশ ভাগের কথা টেনে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলাদেশের ভাষা ও আমাদের ভাষা এক হলে আমরা কী করব? দেশ ভাগ তো আমরা করিনি। বাংলাকে ওরা সহ্য করতে পারে না।” হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলা আমরা বলবই। বাংলার ইতিহাস ভুলে যাবেন না।”ভিন্রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ‘হেনস্থা’ নিয়ে মঙ্গলবার ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক যাঁরা বাইরে কাজ করেন, কেউ তাঁদের উপর দয়া করেননি। তাঁরা কাজ জানেন, তাই নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘তাঁরা সোনার কাজ ভাল করেন। নির্মাণের কাজ ভাল করেন। তাঁদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই-আদর করে। আজ তাঁদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা এবং বঞ্চনা।’’ তিনি আরও বলেন, ‘‘গুজরাতের লোকেদের কোমরে শিকল বেঁধে তাড়িয়ে দিয়েছে ট্রাম্প (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) সরকার। কিন্তু বাংলার মেধাকে তাড়াতে পারে না। ওঁদের ছাড়া হার্ভার্ড, অক্সফোর্ড চলে না।’’ মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘পরিযায়ী শ্রমিকদের বলছি, ফিরে আসুন। এলেই গাড়িভাড়া বাবদ ৫ হাজার টাকা পাবেন। পোর্টাল করে দেওয়া হয়েছে। বিডিও-র কাছে নাম লেখালেও হবে। ‘খাদ্যসাথী’ কার্ড পাবেন। বিনা পয়সায় রেশন পাবেন। বাচ্চাদের পড়াশোনার জন্য কোনও পয়সা লাগবে না। যে যে-ই ক্লাসে পড়াশোনা করত, এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে।
Hindustan TV Bangla Bengali News Portal