Breaking News

‘ব্যর্থ প্রেমে’ হাড়হিম ঘটনা কৃষ্ণনগরে!মৃত ছাত্রীর আজই কলেজে ভর্তি হতে কলকাতা আসার কথা ছিল

নিজস্ব সংবাদদাতা:- কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রী খুনের ঘটনায় পুলিশের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ ছাত্রীকে খুনের পর তাঁর মাকে লক্ষ্য করেও পর পর দু রাউন্ড গুলি চালায় অভিযুক্ত দেশরাজ সিং৷ এখনও অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ এবছরই উচ্চমাধ্যমিক পাশ করেছিল কৃষ্ণনগর শহরের মানিকপাড়ার বাসিন্দা ১৮ বছরের ঈশিতা মল্লিক। সেন্ট্রাল পোর্টালে নাম ওঠায় আজ সোমবার কলকাতার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হতে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাঙ্ককর্মী বাবা ব্য়স্ত হয়ে পড়ায় ঠিক হয় সোমবার নয়, মঙ্গলবার কলেজে ভর্তি হতে কলকাতা যাওয়া হবে।দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে কৃষ্ণনগর শহরের মানিকপাড়া এলাকায় ওই তরুণীর বাড়িতে ঢুকে পড়ে এক যুবক। ঈশিতার মা জানান, দুপুর দুটো নাগাদ নীচে নেমেছিলেন তিনি। ঈশিতা তখন স্নান করতে ঢুকেছিল। মিনিট দশেক পর তিনি ছেলে করণকে নিয়ে বাড়ি ফেরেন। সিঁড়িতে তাদের দেখে এক যুবক বন্দুক তাক করে। কিন্তু গুলি বের হয়নি। তখন তাদের ধাক্কা মেরে গা ঢাকা দেয় ওই যুবক।তিনি বলেন, আতঙ্কে কাঁপছিলেন। ঘরে গিয়ে মেয়ের খোঁজ করতে থাকেন। দেখেন নিজের ঘরে মাটিতে পড়ে রয়েছে তাঁর রক্তাক্ত দেহ। বিছানার উপর ধস্তাধস্তির চিহ্ন।ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত দেবরাজ সিং ব্যারাকপুরের কাঁচরাপাড়ার বাসিন্দা। ঈশিতা এবং দেবরাজ পূর্ব পরিচিত ছিলেন। কাঁচরাপাড়ায় পড়াশোনার সূত্রে তাদের পরিচয় হয়েছিল। তবে সম্প্রতি ঈশিতা দেবরাজের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। ঘটনার নেপথ্যে সেই সম্পর্কের অবনতি এবং ব্যক্তিগত দ্বন্দ্বই অন্যতম কারণ হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শিল্পী পাল বলেন, অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। তদন্তের অগ্রগতির জন্য ঈশিতার পরিবারের সদস্য এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ অভিযুক্তের সন্ধান পেতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেরও সাহায্য নেওয়া হচ্ছে৷ আশেপাশের সব থানাগুলিকেও অভিযুক্তের ছবি দিয়ে তল্লাশি করা হচ্ছে৷ রেলপথে অথবা নদী পেরিয়ে যে পথগুলি দিয়ে কৃষ্ণনগর শহর থেকে পালানো সম্ভব, সেই সমস্ত পথেও নজর রাখা হচ্ছে৷ দুই জেলার সীমান্তে শুরু হয়েছে নাকা তল্লাশি৷ যদিও সন্ধে পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ অভিযুক্তের কাঁচরাপাড়ার ভাড়াবাড়িতেও কারও খোঁজ মেলেনি৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *