Breaking News

‘স্বাস্থ্যসাথী’প্রকল্পে প্রায় দু’শো কোটি টাকা গরমিলের অভিযোগ, ‘স্বাস্থ্যসাথী’ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা :- এবার ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প নিয়ে বিপাকে রাজ্য| প্রায় দু’শো কোটি টাকা গরমিল-সহ একাধিক দুর্নীতির অভিযোগ | এবার ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা| বৃহস্পতিবার, অজয় প্রাসাদ ও অজয় মান্না নামে দুই ব্যক্তি মামলা দায়ের করেন বলে জানা গেছে | ২৩টা জেলায় বিভিন্ন জোনের মধ্যে খোঁজ খবর নেওয়া হয় | সমীক্ষায় জানা গিয়েছে প্রতি ১০০ জনের মধ্যে ৯০ জনই নাকি কার্ড পায়নি| যাঁরা পেয়েছেন তাঁরা আবার হাসপাতালে গিয়ে সুবিধা পাচ্ছেন না | প্রত্যেক মাসে যে সংখ্যক চিকিৎসা হয়েছে, তার রোগীর সংখ্যা এবং খরচ বাবদ যে হিসাব প্রকাশ্যে এসেছে গোটাটাই ভুল বলে অভিযোগ| মামলাকারীর দাবি একসঙ্গে তিন মাসের রিপোর্ট হাতে এসেছে | সবমিলিয়ে প্রায় ২০০ কোটি টাকার গরমিল হয়েছে | মামলাকারীরা আবেদন করে জানিয়েছেন, ক্যাগকে দিয়ে গোটা বিষয়টির তদন্ত করা হোক| আগামিকালই এই মামলার শুনানি | ২০২০ সালের শেষভাগে রাজ্যের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যবিমার আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | জানিয়েছিলেন, রাজ্যের প্রতিটি পরিবার বিনামূল্যে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাবেন | ঘোষণার কয়েকদিনের মধ্যেই শুরু হয় কাজ। জেলায় জেলায় দুয়ারে সরকার শিবিরে গিয়ে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করান আমজনতা | বহু মানুষ ইতিমধ্যেই কার্ডের সুবিধাও পেয়েছেন | অনেকে আবার নানা অভিযোগও তুলেছেন | হাসপাতালগুলির বিরুদ্ধে কার্ড ফিরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *