দেবরীনা মণ্ডল সাহা :- বৃহস্পতিবার তৃণমূল ভবনে কলকাতার সব কাউন্সলিরদের নিয়ে বৈঠকে বসেন দলের শীর্ষনেতারা | এদিন কলকাতাকেন্দ্রিক বৈঠকে যোগ দেন কলকাতার সাংসদ, বিধায়করাও| বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরও | আজ বৈঠকে মূলত বিজেপির ৭ তারিখে মোদীর কর্মসূচির আগে সারা কলকাতার ১৪৪টি ওয়ার্ডকে তৃণমূলের পতাকা দিয়ে সাজিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখবেন গোটা শহর ‘মমতাময়’ | যাতে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, ‘বাংলার গর্ব মমতা’-সহ তৃণমূলের বিভিন্ন স্লোগান লেখা হবে | সেই সঙ্গে ১৪৪টি ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বড় বড় কাট-আউটও ছাপা হবে | তৃণমূলের পতাকা দিয়ে নিজের নিজের এলাকা মুড়ে দেওয়ার নির্দেশ বিদায়ী কাউন্সিলরদের | প্রতি ওয়ার্ডে ১০০০ করে দেওয়া হল পতাকা |ফিরহাদ হাকিম বলেন, ‘দলের সর্বস্তরের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে বিধানসভা ভোটের কাজে ঝাঁপিয়ে পড়েছেন | নির্বাচনের অঙ্গ দলের পতাকা, পতাকা দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড সাজিয়ে তোলা হবে বলে জানান তিনি| যদিও, সরকারিভাবে তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপির কর্মসূচির কথা মাথায় রেখে নয়, ভোট যেহেতু এসে গিয়েছে, তাই এমনিই দলের কাউন্সিলরদের প্রচারের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে |’