Breaking News

‘বিজেপি হাইলোডেড ভাইরাস! কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ মমতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিল এবং জয়েন্টের ফল নিয়ে যে ঘটনা ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়ী বিরোধীরা। স্পষ্টত এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি, তৃণমূল সরকারের এখানে কিছু করার ছিল না। কারণ বারবার মামলা করে জটিলতা বাড়ানো হয়েছে। মমতার কথায়, ”যারা নিয়োগে বাধা দেয়, যারা কোর্টে কেস করে, তারা দু-নম্বরি।” তৃণমূল নেত্রীর কটাক্ষ, ওরা ব্যাকডোর দিয়ে লড়াই করে নিয়োগ আটকে রেখেছে।একযোগে বিজেপি-সিপিএমকে নিশানা করে মমতা এও বলেন, তৃণমূলকে শুধু বাম-বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয় না। যত শক্তি আছে সবার সঙ্গে লড়াই করতে হয়। আক্রমণাত্মক ভঙ্গিতে মমতার সংযোজন, ”বামপন্থীরা নির্লজ্জ, তাই বিজেপির কাঁধে কাঁধ মিলিয়েছে।” বাংলা ভাষার অপমান, এসআইআর বা এনআরসি ইস্যু নিয়েও এদিন ফের একবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে ‘হাই লোডেড ভাইরাস’ বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, ”সেলফিস জায়ান্ট, যারা হাই লোডেড ভাইরাস, যাদের হিমোগ্লোবিন কম আছে, তারা ভাবছে এন‌আরসি চালু করে ভোটাধিকার কেড়ে নেবে। কিন্তু জেনে রাখুন জীবন থাকতে ভোটাধিকার কাড়তে দেবো না।” পাশাপাশি নির্বাচন কমিশন এবং ইডি-সিবিআইকেও খোঁচা দেন মমতা। মন্তব্য, ভোট আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে এজেন্সিগুলি রাজনীতি করত না। আসলে বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা ললিপপ খেলে মানায় না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *