Breaking News

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিধানসভা ভোটে ‘প্রার্থী বদল চাই’! এই দাবিতে পোস্টার পড়ল মুর্শিদাবাদের সাগরদীঘিতে, পোস্টার তৃণমূলের একাংশের

রানা দাস, মুর্শিদাবাদ :- বিধানসভা নির্বাচনে সব রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশ এখন শুধু সময়ের অপেক্ষা | আর প্রার্থী ঘোষণার আগেই মুর্শিদাবাদের সাগরদীঘিতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল |তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগেই বৃহস্পতিবার প্রার্থী বদলের পোস্টার সাঁটানো হল দেওয়ালে দেওয়ালে| সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে ‘প্রার্থী বদল চাই’ পোস্টার টাঙ্গিয়ে প্রতিবাদে বিধায়ক সুব্রত সাহার বিরুদ্ধে সোচ্চার হলেন বিধায়ক বিরোধী তৃণমূলের কিছু নেতা-কর্মীরা |

বৃহস্পতিবার সাগরদিঘী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নুরুজ্জামান শেখের নেতৃত্বে এই পোস্টারগুলি সাঁটানো হয় | আর এই কর্মসূচীতে যোগ দেন সাগরদীঘি পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরাও | গত ২২ শে ফেব্রুয়ারিও সাগরদীঘিতে প্রার্থী বদলের দাবীতে সুর চড়ান স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের একাংশ | এদিন ফের পড়ল পোস্টার। যা নিয়ে ভোটের আগে সাগরদীঘিতে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ| যদিও এই প্রার্থী বদল নিয়ে কোন প্রতিক্রিয়া জানান নি বিধায়ক সুব্রত সাহা | প্রার্থী বদল কি সত্যি হচ্ছে? বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের আওয়াজে কি সারা দেবেন তৃণমূল সুপ্রিমো? যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা | সব উত্তর পাওয়া যাবে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *