বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- রাজ্যে নির্বাচন উত্তাপ সর্বত্র| বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্র সহ এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ | জানা গেছে, বৃহস্পতিবার ভোরে তাকে ধরা হয়েছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের কাশীপুর থানার চন্ডিহাট এলাকা থেকে | পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অলি মোহাম্মদ | তিনি স্থানীয় বাসিন্দা বলেব জানা গেছে | তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি গুলি, দুটি টাঙ্গি উদ্ধার হয়েছে, তিনি আইএসএফ সমর্থক বলে জানা গেছে | পুলিশ ও স্থানীয় সূত্রের খবর,ওই এলাকার বাসিন্দা আলি মহম্মদ দীর্ঘদিন ধরে সিপিএমের সঙ্গে যুক্ত ছিল | সম্প্রতি দল বদল করে আইএসএফের দলে নাম লেখান তিনি | তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজ কর্মের অভিযোগ রয়েছে | বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ তার বাড়িতে অভিযান চালায় পুলিশ |তার বাড়ির রান্না ঘরের আড়া থেকে উদ্ধার করা হয় ওই আগ্নেয়াস্ত্র | পুলিশ ধৃতকে জেরা করে কি কারণে সে বাড়িতে আগ্নেয়াস্ত্র, টাঙ্গি মজুত করেছিল তা জানার চেষ্টা করে |এ বিষয়ে আইএসএফের ভাঙড় ২ ব্লকের সভাপতি রাইনুর মোল্লা বলেন,আমাদের দলের কেউ যদি এ ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক| এর পাশাপাশি শাসক দলের যাদের কাছে এ ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে তাদের বিরুদ্ধেও পুলিশ যথাযথ ব্যবস্থা নিক বলেও বলেন তিনি |