নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে এক বাইক আরোহী | এই ঘটনায় তৎপরতা দেখাতে শুরু করল লালবাজার| কীভাবে এবং কেন দুর্ঘটনা ঘটল তা নিয়ে জয়েন্ট সিপি ইস্টকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।অভিযোগ উঠেছে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি সরকারি কনভয়ে ব্যবহার করা হচ্ছিল। সেই প্রেক্ষিতে কেন শওকত মোল্লা এবং ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হবে না, সেই প্রশ্ন উঠেছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এই সংক্রান্ত কোনও পদক্ষেপই নেয়নি পুলিশ । তবে এখন লালবাজার পদক্ষেপ গ্রহণ করল। আদৌ গাড়ি মেয়াদ উত্তীর্ণ ছিল কিনা, বা দুর্ঘটনার সময়ে যান্ত্রিক কী কী সমস্যা ছিল, তা নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে লালবাজার।এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) ইয়েইলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও বলেন, “এই নিয়ে আমরা উচ্চপর্যায়ের তদন্ত করছি । একজন ডিসি ও একজন যুগ্ম নগরপাল পদের আধিকারিক সরাসরি এই তদন্ত করছেন । এছাড়াও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷” লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ওয়ারলেস)-কে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে । কনভয়ের জন্য ব্যবহৃত ওই গাড়িটির কাগজপত্র কবে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, তা সঠিকভাবে যাচাই করে তাঁকে রিপোর্ট দাখিল করতে হবে বলে জানা গিয়েছে ৷ এছাড়াও কলকাতা পুলিশ সূত্রে খবর, ডিসি (পূর্ব) আরিশ বিলালকেও লালবাজারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, ওই দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে বিশদ তদন্ত চালাতে ও রিপোর্ট লালবাজারে জমা দিতে।প্রাথমিক পর্যায়ে জানা গিয়েছে, যান্ত্রিক সমস্যার কারণে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে । তাই একে কেবল সাধারণ দুর্ঘটনা হিসেবে না ভেবে, গাড়ির রক্ষণাবেক্ষণ, সময়মতো মেরামতির কাজ এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা – সব কিছুই খুঁটিয়ে দেখতে হচ্ছে বলে লালবাজার সূত্রের খবর । এই ঘটনায় লালবাজারের তরফে পরিষ্কার ভাবে জানানো হয়েছে যে, কারা এই গোটা বিষয়টির দেখভাল করছিলেন, সেই তালিকাও খতিয়ে দেখা হচ্ছে । অর্থাৎ কোন কোন অফিসারের তত্ত্বাবধানে কনভয়ের গাড়িগুলি চলছে এবং সেই গাড়িগুলির কাগজপত্র আপডেটেড আছে কি না, তার প্রতি নজর রাখা হচ্ছে । একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক ইতিমধ্যেই এই তদন্তে জড়িত হয়েছেন ও তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে|
Hindustan TV Bangla Bengali News Portal