দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ (হিডকো)-এর নতুন চেয়ারম্যান করা হল অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগেই মঙ্গলবার সকালে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। দু’এক দিনের মধ্যে চন্দ্রিমা আনুষ্ঠানিকভাবে হিডকো ভবনে গিয়ে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন বলে খবর। নতুন দায়িত্ব পেয়ে চন্দ্রিমা বলেন, ‘‘আমায় এর জন্য উপযুক্ত মনে করেছেন মুখ্যমন্ত্রী। সে জন্য আমি কৃতজ্ঞ। জান-প্রাণ দিয়ে এই দায়িত্ব পালন করব।’’কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের (পার) অধীনে রয়েছে হিডকো। তার আগে হিডকো পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে ছিল। তবে গত ডিসেম্বর মাসে ফিরহাদ হাকিমকে হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে মুখ্যমন্ত্রী ওই চেয়ারম্যান পদে ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী দায়িত্ব সামলালেও, সবটাই দেখতেন হরেকৃষ্ণ দ্বিবেদী। এবার মুখ্যমন্ত্রী সেই চেয়ারেই বসালেন চন্দ্রিমাকে।হিডকোর অধীনেই তৈরি হয়েছিল দিঘার জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। পরবর্তীতে যা মন্দির বলেই পরিচিতি পায়। সেই বোর্ডে ফিরহাদ হাকিম থাকলে তা নিয়ে বিতর্ক হতে পারে বলেই অনুমান করছিলেন রাজনীতির কারবারিদের একাংশ। কারণ, সেই সময় ববিকে সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে মন্তব্য করতেও শোনা গিয়েছিল। আর তা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এই আবহের মধ্যে তিনি চেয়ারম্যান থাকলে বিতর্ক আরও বাড়বে। সেই জল্পনা-কল্পনার মধ্যেই সরে যান ফিরহাদ। দায়িত্ব সামলান মমতা। তবে এবার থেকে গোটা বিষয়টি দেখবেন চন্দ্রিমা।প্রশাসনের অন্দরে উত্তর দমদমের তৃণমূল বিধায়ক চন্দ্রিমার গুরুত্ব আরও বৃদ্ধি পেল। চন্দ্রিমা অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী। ওই দুই দফতরের মূল কাজ তাঁকে সামলাতে হয়। রাজ্যের বাজেটও পেশ করেন তিনিই। আবার সাংগঠনিক ক্ষেত্রে তিনি মহিলা তৃণমূলের সভানেত্রী। এবার সেই সঙ্গেই যোগ হল হিডকোর চেয়ারম্যান পদও।
Hindustan TV Bangla Bengali News Portal