Breaking News

হরিদেবপুরে তরুণীকে গণধর্ষণ! অন্যতম অভিযুক্ত গ্রেফতার,৪ দিন পর ধৃত ১

প্রসেনজিৎ ধর, কলকাতা :- হরিদেবপুর গণধর্ষণের ঘটনায় চার দিনের মাথায় প্রথম গ্রেফতার। বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত। ধৃত নির্যাতিতার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে। চার দিন আগে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ফ্ল্যাটে তরুণীকে নিয়ে যান এই অভিযুক্ত। এখনও অধরা এই ঘটনায় আরও এক অভিযুক্ত। তার খোঁজেও তল্লাশি জারি করেছে পুলিশ। বর্ধমান স্টেশন চত্বর থেকে গণধর্ষণে অভিযুক্ত চন্দন মালিককে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেন ধরে ভিনরাজ্য়ে পালানোর পরিকল্পনা করেছিল অভিযুক্ত ৷ তবে, ধৃতের পলাতক সঙ্গীর খোঁজে এখনও চলছে তল্লাশি ৷ পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা । কয়েক মাস আগে চন্দনের সঙ্গে পরিচয় হয় তাঁর । ধৃত অভিযুক্ত নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড় পুজো কমিটির কর্তা বলে পরিচয় দেয় । এরপর তরুণীর সঙ্গে দীপ নামে আরও এক যুবকের আলাপ করিয়ে দেয় সে ৷ নির্যাতিতাকে ওই পুজো কমিটির কাজে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ধীরে ধীরে তাঁর সঙ্গে সখ্যতা গড়ে তোলে অভিযুক্তরা|চলতি মাসের ৫ তারিখ ছিল তরুণীর জন্মদিন । সেই উপলক্ষ্যে চন্দন ও দীপ তাঁকে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যায় । অভিযোগ, সেখানে তরুণীকে গণধর্ষণ করা হয় । ঘটনার পর কোনওরকমে সেখান থেকে বেরিয়ে এসে বাড়ি ফেরেন তরুণী। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সবকিছু জানান । এরপরই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়| এদিকে, অভিযোগ দায়ের হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছিল চন্দন ও দীপ । কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশির পরও তাদের সন্ধান মেলেনি । অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে বর্ধমান স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করে পুলিশ ৷ সেখান থেকে ট্রেনে চেপে অন্য রাজ্যে পালানোর চেষ্টা করছিল বলে অনুমান পুলিশের ।
এদিন চন্দনকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পলাতক অপর অভিযুক্ত দীপের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা করা হবে ৷ এই প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “এই গ্রেফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ৷ দ্রুত অপর অভিযুক্তকেও গ্রেফতার করা হবে ৷” লালবাজার সূত্রে খবর, নির্যাতিতা তরুণীর ইতিমধ্যেই মেডিক্যাল টেস্ট করা হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *