Breaking News

বাংলা-সহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া শুরু পুজোর পরেই! দিল্লির বৈঠকে সিইও-দের বড় নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিহারের পর এবার সারা দেশে চালু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর| জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। অক্টোবরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তারপরই শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ। তবে নির্দিষ্ট করে কোনও দিনক্ষণ এখনও জানায়নি কমিশন।আগামী ২ অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে। এর পরে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর মরসুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করছে তারা। বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হবে, সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন। তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল না। এ বার কমিশন তা-ও স্পষ্ট ভাবে জানিয়ে দিল। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে ২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল। ২০০২ সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এলাকাভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এ বার দু’দশকেরও বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী কমিশন।বিহারে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর-এর কাজ শুরু করে নির্বাচন কমিশন৷ যার বিরোধিতায় মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে৷ বিহারে এসআইআর শুরু করার যে নির্দেশিকা কমিশন জারি করেছিল, তাতেই গোটা দেশে ভবিষ্যতে এসআইআর করার কথা বলা হয়েছিল৷ বিহারে ইতিমধ্যেই সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন৷ এই তালিকা নিয়ে কারও কোনও আপত্তি থাকলে কমিশনে অভিযোগ জানানোর জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় পাওয়া যাবে৷এ দিনই দিল্লিতে সব রাজ্যের সিইও-দের নিয়ে বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন৷ সেই বৈঠকে কোন রাজ্যে এসআইআর প্রস্তুতি কতটা রয়েছে, তা বোঝানোর জন্য সিইও-দের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *