Breaking News

অশান্ত নেপাল ইস্যুতে বার্তা মমতার!’চিন্তা করবেন না, ফিরিয়ে আনব’, নেপাল অশান্ত, জলপাইগুড়ি থেকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :-অশান্ত প্রতিবেশী দেশ নেপালে চলতে থাকা রাজনৈতিক টানাপোড়েনের জেরে উদ্বেগে ভিনদেশে আটকে থাকা বহু ভারতীয়, বিশেষ করে বাংলার বাসিন্দারা। সেই পরিস্থিতিতে বুধবার জলপাইগুড়ির সরকারি সভা থেকে সরাসরি আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তাঁর প্রতিশ্রুতি, দু’-এক দিনের মধ্যেই আটকে থাকা সবাইকে ফিরিয়ে আনা হবে রাজ্য সরকারের উদ্যোগে।মমতা বলেন, ‘আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। পর্যটক যাঁরা গিয়েছেন, এটুকু বলব, আমরাও রাজ্য সরকার থেকে বিষয়টি দেখছি। এক, দু’দিন অপেক্ষা করুন। ধীরে ধীরে আপনাদের ফিরিয়ে আনব। চিন্তা করবেন না, তাড়াহুড়ো করতে গিয়ে কোনও বিপদের মধ্যে পড়বেন না।’মঙ্গলবার নেপাল যখন অগ্নিগর্ভ, সে দেশের প্রধানমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী, নেতা পালিয়ে প্রাণ বাঁচাচ্ছেন, সেই সময়েই কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী। রাতভর উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় ছিলেন তিনি। এ দিন সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘যেই শুনেছি নেপালের সমস্যা, চলে এসেছি। সারা রাত উত্তরকন্যায় পাহারা দিয়েছি। আশা করি শান্তি ফিরে আসবে।’ এই মুহূর্তে শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে বন্ধ সীমান্ত পারাপার। বন্ধ রয়েছে পশুপতি সীমান্তও। শিলিগড়ি থেকে কাঠমান্ডু বাস পরিষেবাও বন্ধ দু’দিন ধরে।মুখ্যমন্ত্রী জানান, ‘নেপালে প্রবলেম শুনেই সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। আশা করছি খুব তাড়াতাড়ি শান্তি ফিরবে। আমরা পরিস্থিতি মনিটর করছি।’ একই সঙ্গে তিনি এও বলেন, অনেকে নেপালে বেড়াতে গিয়েছেন, তাঁদের চিন্তা করার দরকার নেই। রাজ্য সরকার বিষয়টা হাতে নিয়েছে। রাজ্য সরকার ফিরিয়ে আনবে।
এছাড়াও, উত্তরবঙ্গ থেকে নেপালের দূরত্ব কম হওয়ায় সীমান্ত সংলগ্ন থানাগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন ও এসএসবি যৌথভাবে নজরদারি চালাচ্ছে। দার্জিলিঙের পুলিশ সুপার জানিয়েছেন, সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে। পাশাপাশি নেপালে কোনও ভারতীয় নাগরিক সমস্যায় পড়লে দার্জিলিং জেলা পুলিশের হেল্পলাইনে যোগাযোগ করলে সর্বাত্মক সাহায্য করা হবে। নেপাল পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *