Breaking News

স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুভেন্দুর, ফুটেজ সংরক্ষণের দাবি!শুনানি আগামী সপ্তাহে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করা যায় না। বিধানসভার আইনের কথা উল্লেখ করেই একথা বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় এমনই পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের। সেই শুনানির মাত্র কয়েকদিন পরই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু। এবার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন তিনি।শুভেন্দুর অভিযোগ, বিধানসভায় নিরপত্তা রক্ষী প্রবেশ নিষিদ্ধ হয়েছে হাইকোর্টের নির্দেশেই। সেই অনুযায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গত ১ সেপ্টেম্বর নির্দেশিকাও জারি করেন। কিন্তু তাতে তিনি স্পষ্ট জানিয়ে দেন— “মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনও মন্ত্রীর নিরাপত্তারক্ষী বিধানসভায় ঢুকতে পারবেন না।” শুভেন্দুর মতে, স্পিকার মুখ্যমন্ত্রীর রক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি দিয়ে আদালত অবমাননা করেছেন।শুধু তাই নয়, আদালতে শুভেন্দুর আইনজীবী আবেদন জানিয়েছেন, ঘটনার প্রমাণ হিসেবে বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিক হাইকোর্ট। এই মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে। তার আগে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক উত্তাপ চড়েছে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে যদিও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি, তবে বিজেপি দাবি করছে— স্পিকারের এই একপেশে পদক্ষেপ আইনকে তোয়াক্কা না করার সমান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *