দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক শিক্ষায় ৫০ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে ফের রাজপথে বিক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিধানসভা গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন একদল চাকরি প্রার্থীর দল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি।বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকের বিপুল শূন্যপদ পড়ে থাকলেও, নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে না। তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে |বৃহস্পতিবার একেবারে পরিকল্পিতভাবে ২০২২ টেট উত্তীর্ণরা প্রথমে ধর্মতলায় জড়ো হন। এরপর কার্যত পুলিশকে কিছুটা বিভ্রান্তের মধ্যে ফেলেই বিধানসভার দিকে ছুটতে শুরু করেন আন্দোলনকারীরা। হকচকিয়ে যান কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করা হয়। কিন্তু একেবারে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা।তা তুলতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। যা নিয়ে একেবারে বিধানসভা গেটের সামন ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বিশাল পুলিশবাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। অন্যদিকে বিক্ষোভের জেরে ধর্মতলা-সহ সংলগ্ন রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়।ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। কিন্তু চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অনেকে রীতিমতো রাস্তায় শুয়ে পড়েন। তাঁদের সরাতে গেলেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। একসময় পুরো বিধানসভা গেটের সামনেই তৈরি হয় রণক্ষেত্রের চেহারা। আন্দোলনকারীদের সাফ হুঁশিয়ারি—আজ, এখনই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। নাহলে রাজপথ ছাড়া হবে না। তাঁদের কথায়, “আমরা টেট উত্তীর্ণ, অথচ চাকরি নেই। সরকার আশ্বাস দেয়, কিন্তু বাস্তবে কিছু হয় না। এবার আর ধোঁকা নয়, নিয়োগ চাই।”
Hindustan TV Bangla Bengali News Portal