প্রসেনজিৎ ধর, কলকাতা :- আদালতের নির্দেশ সত্ত্বেও মেয়ো রোডে সেনাবাহিনীর ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, “নির্দেশে পরিষ্কার বলা ছিল প্রাক্তন সেনাকর্মীদের এই ধর্না কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির কোনও নেতা-নেত্রী হাজির থাকতে পারবেন না । তা সত্ত্বেও কারও যদি এই নির্দেশ বুঝতে অসুবিধা হয় এবং পরবর্তী কালে ফের যদি কেউ আদালতের নির্দেশ লঙ্ঘন করেন, তাহলে আদালত কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে ৷”শুক্রবার হাই কোর্টে রাজ্যের তরফে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সেখানে শুভেন্দু অধিকারীর সহ অনেক নেতা গিয়েছিলেন বলে দাবি করা হয়। তবে পালটা আদালতে জানানো হয়, “শুভেন্দু গিয়েছিলেন ধরনা মঞ্চের কাছে। তবে মঞ্চে ওঠেননি। তিনি যখন জানতে পারেন যে নেতারা থাকতে পারবেন না। তখনই চলে যান।” বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ক্ষুব্ধ হন। তিনি বলেন, “আপনারা বলেছিলেন সবাই অবসরপ্রাপ্ত সেনাকর্মী। তাঁদের কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকতেই পারে। আপনাদের আর্মি ইস্যু ছিল অ্যাজেন্ডা। কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা ছিল না। তবে আদালতের সঙ্গে জাগলারি করলে সমস্যা আছে। আপনারা যখন আদালতে আসছেন। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের উপর আমার সহানুভূতি আছে। তাহলে কেন নির্দেশ মানছেন না?” বিচারপতির হুঁশিয়ারি, “আদালত এই মুহূর্তে কোনও পদক্ষেপ নিচ্ছে না। ভবিষ্যতে এমন হলে রং না দেখেই আদালত কঠোর পদক্ষেপ নেবে। সেটা তারা শাসক হোক বা বিরোধী।”
Hindustan TV Bangla Bengali News Portal