প্রসেনজিৎ ধর, কলকাতা :- খেজুরির জোড়া রহস্যমৃত্যুতে ফের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসকেএমের চিকিৎসকরা যে দ্বিতীয় ময়নাতদন্ত করেছেন, সেই রির্পোটে একজনের দেহে ২৪ টি, আর একজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরকে ফের নতুন মেডিক্যাল বোর্ড গঠন করে ওই রিপোর্টের আঘাতগুলি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে বলে এদিন নির্দেশে জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।এসএসকেএমের চিকিৎসকরা মৃত দুই বিজেপি কর্মীর দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করেছেন ৷ সেই রির্পোটে একজনের দেহে ২৪ টি, আর একজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে । সেই রিপোর্ট দেখার পর আদালতের নির্দেশ, রাজ্যের স্বাস্থ্য দফতরকে ফের নতুন মেডিক্যাল বোর্ড গঠন করে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া আঘাতগুলি নিয়ে ব্যাখ্যা দিতে হবে । উল্লিখিত সেই আঘাতগুলির মধ্যে কোন আঘাত মৃত্যুর কারণ হতে পারে, তাও জানাতে হবে হাইকোর্টকে । একইসঙ্গে গোটা রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামত দিতে হবে ওই নতুন মেডিক্যাল বোর্ডকে । সোমবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ । ১৮ সেপ্টেম্বর ওই রিপোর্ট তলব করেছে আদালত ।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ১১ জুলাই। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মৃত্যু হয় বছর তেইশের সুজিত দাস এবং ৬৫ বছর বয়সি চন্দ্র পাইকের। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা, চন্দ্র ঝাঁটিহারির বাসিন্দা। ঘটনার পর খবর পেয়ে সেদিনই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় খেজুরি থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। স্থানীয়দেরও একই দাবি ছিল। তাঁরা জানান, অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে ওই দুই ব্যক্তির উপর। তার জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান দু’জন।
Hindustan TV Bangla Bengali News Portal