Breaking News

অবসর নিলেন বিচারপতি শিবজ্ঞানম!কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবসর নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব সামলাবেন বিচারপতি সৌমেন সেন।সোমবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক, যেখানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সেনের নাম জানানো হয়েছে।সোমবারই কলকাতা হাইকোর্টে শেষ কর্মদিবস কাটালেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তাঁর অবসরের পর হাইকোর্টের সবচেয়ে বরিষ্ঠ বিচারপতি সৌমেন সেনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রক এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।২০১১ সালের ১৩ এপ্রিল বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টে যোগ দেন সৌমেন সেন। তাঁর বিচারিক কার্যকালের মেয়াদ ২০২৭ সালের ২৬ জুলাই পর্যন্ত। একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন তিনি। তবে অতীতে একবার শিরোনামে উঠে এসেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের কারণে।মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত মামলায় গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেও, বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে। পরে ‘ত্রুটি’ দেখিয়ে গঙ্গোপাধ্যায় আবারও সেই আদেশ বাতিল করেন এবং তদন্ত চালানোর নির্দেশ দেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। শেষ পর্যন্ত শীর্ষ আদালত মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নেয়। তবে শিগগিরই পরিবর্তন আসতে পারে। কারণ গত শুক্রবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে পাঠানোর সুপারিশ করে। সেই প্রস্তাব কার্যকর হলে কলকাতায় নতুন করে প্রধান বিচারপতির নিয়োগ প্রয়োজন হবে। ফলে পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।বিবৃতি অনুসারে বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও, পাটনা হাইকোর্টের বিচারপতি পবনকুমার বি. বাজন্থরীকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং চেন্নাই হাইকোর্টের বিচারপতি এম. সুন্দরকে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *