দেবরীনা মণ্ডল সাহা :- একুশের বিধানসভা ভোটের দিনক্ষণ এখন ও ঠিক হয়নি | তবে দিনক্ষণ স্থির না হলেও বেশ কিছুদিন আগে থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন | তাই আজ বুধবার রাজ্য সফরে উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন | জানা গেছে,এদিন জোন ভিত্তিক জেলা ধরে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি | ফের এক দফা আলোচনা সেরে নেবেন ভোট পরিচালনার দায়িত্বে থাকা এ রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও| তাঁর সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব | রাজ্যে বর্তমানে ৭৮ হাজার ৯০৩টি বুথ রয়েছে | করোনা আবহে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন | তাই বিহারের মডেলে ভোট করাতে বুথ পিছু একজন স্বাস্থ্যকর্মী রাখার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে | তবে এক্ষেত্রে আশাকর্মীদের ব্যবহার করা যায় কি না, সে ব্যাপারে আলোচনাও করা হচ্ছে | জানা গেছে,গতবার উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন কলকাতা সফরে এসে রাজ্যের স্বাস্থ্যসচিবের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন | এমনকি রাজ্যে ‘প্যারা মেডিক্যাল স্টাফ’ কত, তা নিয়ে স্বাস্থ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তিনি | গত মাসেই রাজ্যে আসেন সুদীপ জৈন|
তিনি কলকাতায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে মুখোমুখি বৈঠকও করে যান | বৈঠক করেন সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে | নির্বাচন কমিশনের বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে ডাকা হয়েছিল। ভোটে কোভিডবিধির প্রেক্ষিতে রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর বিষয়টি বুঝে নেন নির্বাচন কমিশনের এই কর্তা। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর সঙ্গেও কথা বলেন সুদীপ জৈন | সূত্রের খবর, খুব শীঘ্রই ভোটার তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন | আর তার আগেই সেই বিষয়টি নিয়েই পর্যালোচনার করার জন্যে তাঁর রাজ্যে আসা |