প্রসেনজিৎ ধর :- একুশে নির্বাচনের আগে একে একে হেভিওয়েট নেতা-মন্ত্রীরা তৃণমূল ছাড়ছে | আর তাতেই বলা বাহুল্য কিছুটা অস্বস্তিতে ঘাস ফুল শিবির | আর তারই মধ্যে এইবার অস্বস্তি বাড়ালেন খোদ তৃণমূল সুপ্রিমোর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় | “মুখে দেশের-দশের কথা বলব, আর সুযোগ-সুবিধা দেব নিজের পরিবারকে। এটাই এখন ভারতীয় রাজনীতি।” মঙ্গলবার এইরকমই বিস্ফোরক মন্তব্য শোনা গেল খোদ মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের মুখে | বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন “আগামীদিনে কি হবে, সেটা কেউ বলতে পারে না। কালকে কী করব? আমি নিজেও জানি না”|
প্রতিবছর বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে ১২ ই জানুয়ারি কালীঘাটে ‘বিবেক মেলা’র আয়োজন করেন কার্তিক বন্দ্যোপাধ্যায় | এই বছর করোনা আবহে মেলা হলেও ১৫ দিনের পরিবর্তে এবার মেলা চলবে ১২ দিন ধরে | সেই মেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি এইসব মন্তব্য করেন | প্রসঙ্গত, দলত্যাগের পর এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ” রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব।” এবার কি তাহলে খোদ তৃণমূল সুপ্রিমোর বাড়িতে পদ্ম ফুটতে চলেছে, এই জল্পনা জিইয়ে রাখলেন খোদ মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় বলে মত রাজনৈতিক মহলের |