Breaking News

তৃণমূলে ফের সক্রিয় শোভন?অভিষেকের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠকে শোভনের সঙ্গে ছিলেন বৈশাখীও

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার শোভন চট্টোপাধ্যায় | আজ বৃহস্পতিবার হঠাৎই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান শোভন চট্টোপাধ্যায়। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ করা হয় বলে জানা গিয়েছে। ‘অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে, আমি মুগ্ধ’ , সাক্ষাৎকার করে বেরিয়ে
জানালেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।এদিন দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়। কালীঘাটে চলে বৈঠক। প্রায় ৩ ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে। এরপর শোভন নিজেই জানিয়েছেন, তিনি দলে সক্রিয়ভাবে কাজ করতে চান।অভিষেকের সঙ্গে কী কথা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী তিনি। শোভন চট্টোপাধ্যায় বলেন, “যেভাবে পরিকল্পনা করছেন অভিষেক ও যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন, যেভাবে সেগুলো বাস্তবায়িত করতে চাইছেন, তা দেখেছি। তাই দেখা করতে চেয়েছিলাম। দল সময় দিয়েছে। আজ, দীর্ঘক্ষণ আলোচনা করেছি।” অভিষেকের প্রশংসা করে তিনি বলেন, “আমরা ভাবি আমাদের বয়স হয়েছে। সবটা জেনে ফেলেছি। কিন্তু অভিষেকের যে চিন্তা, যে প্রসেসে কাজ করে, যেভাবে প্রয়োগ করে থাকে, তা দেখে আমি মুগ্ধ। এখনও শেখার অনেক বাকি।”শোভন বলছেন, ভোটে দেখা যাবে কী যাবে না, সে আলাদা কথা। তবে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন, দলের যে কোনও কাজে, পরিবারের অংশ হিসেবে যুক্ত হতে। তিনি বলছেন, ‘আমি তো আগ্রহ প্রকাশ করেছি অবশ্যই। পুজোর আগের সাক্ষাৎ হলেও, রাজনীতি নিয়ে তো কথা হয়েছেই। যদি নির্দেশ আসে, তৃণমূল কংগ্রেসের কোনও কাজে যুক্ত হওয়ার, আমি তাতে রাজি। আমি নিজেই আগ্রহ প্রকাশ করেছি।’ একটা সময় তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন শোভন। কলকাতা পুরসভার মেয়র পদ সামলেছেন এক দশকেরও বেশি সময়। পরে ব্যক্তিগত ও রাজনৈতিক টানাপড়েনে দল ছেড়ে নাম লেখান বিজেপিতে। সেখানেও স্থায়ী হয়নি তাঁর যাত্রা। ধীরে ধীরে সরেও যান সক্রিয় রাজনীতি থেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *