দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন। আপাতত জন সাধারণের প্রবেশ নিষিদ্ধ করল পুজো উদ্যোক্তারা।চতুর্থীর দিনই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল দক্ষিণ কলকাতার অন্যতম নামী পুজো চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপ। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তা বন্ধ করে দিতে হল। মেয়র ফিরহাদ হাকিমের পুজো এটি। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে চেতলার মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সুরক্ষার স্বার্থে সেখানে আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে সেকথা জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।যদিও অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষয়ক্ষতির খবর নেই এখনও পর্যন্ত। ফের কবে চেতলা অগ্রণীর মণ্ডপ খুলবে, তা ঘোষণা করা হবে। দর্শনার্থীরা এখনই মণ্ডপ দর্শন করতে পারবেন না বলে দুঃখপ্রকাশ করা হয়েছে ক্লাবের তরফে।সূত্র মারফত জানা গিয়েছে, টানা বৃষ্টিতে মণ্ডপের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার দুপুরের দিকে মণ্ডপের একাংশে আগুনের ফুলকি দেখা যায়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্যান্ডেল মেরামতির কাজ চলছে। পাশাপাশি মানুষের জন্য আজকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় চেতলা অগ্রণীর মণ্ডপ।
মহালয়ার দিন এই পুজো উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীরা ভিড় করেছিলেন মণ্ডপে। মঙ্গলবার জলমগ্ন অবস্থা হলেও অনেকে রাতে বেরিয়ে পড়েন। শুকনো আবহাওয়া দেখেও বহু মানুষ দর্শন সেরে ফেলতে পৌঁছেছিলেন। কিন্তু এই দুর্ঘটনার ফলে বৃহস্পতিবারের জন্য বন্ধ করা হল পুজো মণ্ডপের দ্বার।
Hindustan TV Bangla Bengali News Portal