নিজেস্ব সংবাদদাতা :- অবশেষে খোঁজ মিলল বামেদের নবান্ন অভিযানে এসে নিখোঁজ হওয়া দীপক পাঁজার |শুক্রবার বালি স্টেশন থেকে উদ্ধার করা হল তাঁকে | বামেদের নবান্ন অভিযানে এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি | তারপর তাঁকে খোঁজা হলেও পাওয়া যায়নি | অবশেষে এক মাসের মাথায় বালি স্টেশন থেকে উদ্ধার করা হল পাঁশকুড়ার নিখোঁজ বাম কর্মী দীপক পাঁজাকে | বালি স্টেশন থেকে উদ্ধার হওয়ার সময় অসংলগ্ন অবস্থা ছিল তাঁর | দীপক পাঁজা নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিস প্রশাসন তৎপর হয়ে উঠেছিল | খতিয়ে দেখা হয় শহরের সমস্ত সিসিটিভি ফুটেজ | তবে কোনও কিছুতেই তাঁর খোঁজ মেলেনি | শেষ পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় নিখোঁজ দীপকবাবুর পোস্টারও লাগানো হয়| অবশেষে খোঁজ মিলল তাঁর | উদ্ধারের পর নিখোঁজ হওয়ার প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলেও তাঁর মানসিক অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে কোনও উত্তর দিতে পারেননি দীপক পাঁজা | কিন্তু একদিন তিনি কোথায়, কাদের সঙ্গে ছিলেন কিংবা কেউ তাঁকে নিয়ে গিয়েছিল কিনা? কোনও প্রশ্নেরই উত্তর মেলেনি | ফলে নিখোঁজ ইস্যুতে এখনও একরাশ ধোঁয়াশা রয়েছে | হাওড়া জেলা সিপিআইএম সম্পাদক বিপ্লব মজুমদার জানান, উদ্ধারের পর চিকিৎসা করিয়ে আপাতত জেলা পার্টি অফিসে তাঁর বিশ্রামের ব্যবস্থা করা হয়|