প্রসেনজিৎ ধর :- বিজেপিতে যোগদান দীনেশ ত্রিবেদীর | শনিবার দিল্লিতে জে.পি.নাড্ডার হাত ধরে বিজেপিতে যোগদান করে দীনেশ ত্রিবেদী বলেন, “শুধু ধন্যবাদ জানানোই যথেষ্ট নয়| এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম আমি | আগে পরিবারের সেবা করা হত| এই দলে দেশের সেবা করা হয় | জনতার সেবা করতেই বিজেপিতে আসা | পশ্চিমবঙ্গে এখন শুধু দুর্নীতি-হিংসা | এত অভিযোগ আসত, বিরক্ত হয়ে যেতাম| এতদিন পর আসল পরিবর্তন আসছে।এতে বাংলার মানুষ খুশি |”বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের সুর শোনা গেল দীনেশ ত্রিবেদীর গলায় |
ইতিমধ্যেই বিজেপি রাজ্যের ২ দফার প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে বলে সূত্রের খবর | এখন দেখবার বিষয় পরবর্তী তালিকায় দীনেশের নাম থাকে কিনা | তবে জে.পি.নাড্ডা বলেন, এবার বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে দীনেশের| একজন ভাল মানুষ খারাপ দলে এতদিন ছিলেন | এবার সঠিক দলে এলেন| প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে বিজেপিতে স্বাগত জানিয়ে এভাবেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা | তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”দীনেশ ত্রিবেদী কোনও জননেতা নন, ছিলেন না | তাঁকে মমতা বন্দোপাধ্যায়ই রাজনীতিতে লড়ার সুযোগ দিয়ে রেলমন্ত্রী পর্যন্ত করেছেন | এরপর তিনি বলছেন তৃণমূলের নীতি-আদর্শ নিয়ে! এঁদের কাছ থেকে দলকে এটা পেতে হচ্ছে, সেটাই দুর্ভাগ্যের |” প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি রাজ্যসভায় দাঁড়িয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী | এরপরই তাঁর বিজেপি যোগের জল্পনা শুরু হয় | শনিবার সেই জল্পনা ইতি টেনে যোগ দিলেন গেরুয়া শিবিরে |