Breaking News

দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু!দুর্গাপুজোর কার্নিভালের দিন শুভেন্দুদের মিছিল-সমাবেশে অনুমতি কলকাতা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন মিছিল ও ডোরিনা ক্রসিংয়ে সমাবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ শহরে বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি নিয়েছে ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন ৷ মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।দিন কয়েক আগে ভারী বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ‘খোলা হাওয়া’ নামে এক সংগঠন। দুর্গাপুজোর কার্নিভালের দিনে অর্থাৎ, আগামী রবিবার (৫ অক্টোবর) মিছিল করার জন্য অনুমতি চেয়ে আবেদন করে তারা। সেই আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ। তবে বেশ কিছু শর্ত মানতে হবে বলেও জানিয়েছে আদালত।মামলাকারীদের আবেদন, ৫ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে ৭টা পর্যন্ত একটি কর্মসূচি করতে চায়। প্রথমে মিছিল, পরে একটি ছোট সভা। কলেজ স্কোয়্যার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল। সেই মিছিলে পাঁচ হাজার জন যোগ দেবেন। মিছিল শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে একটি সভা করতে চেয়েও আবেদন করে ‘খোলা হাওয়া’। মামলাকারীদের আইনজীবীর অভিযোগ, ‘‘৫ অক্টোবর কার্নিভাল রয়েছে, তাই আমাদের কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ।’’ শুক্রবার হাই কোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানিতে মামলাকারীর আইনজীবীর সওয়াল, ‘‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল করতে চাইলেও অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু গত বছর কার্নিভালের দিনেই রানি রাসমণি রোডে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মসূচির অনুমতি দিয়েছিল আদালত। সেই সময় রাজ্যের আপত্তি খারিজ করা হয়েছিল।’’ওই সংগঠনের মিছিলে আপত্তি জানায় রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীর বক্তব্য, ‘‘এই সংগঠনটি কোনও অরাজনৈতিক নয়। এই সংগঠনে শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডার মতো বিজেপি নেতারা যুক্ত রয়েছেন। নবান্ন অভিযানের সময় এঁরা কী করেছেন, তা সকলেই জানেন।’’ তিনি আরও বলেন, ‘‘সরকারি কার্নিভালকে রাজনৈতিক ভাবে বিঘ্নিত করার উদ্দেশ্যেই এই মিছিলের আয়োজন করা হয়েছে।’’ রাজ্যের প্রশ্ন, ‘‘কেন ৫ অক্টোবরই মিছিল করতে হবে? কেন অন্য দিন নয়?’’কার্নিভালের রুট এবং কতগুলি ক্লাবের প্রতিমা অংশ নেবে, তা রাজ্যের কাছে জানতে চান বিচারপতি চৌধুরী। রাজ্য তা জানালে বিচারপতি বলেন, ‘‘কলেজ স্কোয়্যার ও মহম্মদ আলি পার্কের প্রতিমাও কার্নিভালে যোগ দেবে। তা হলে ওই রুটে মিছিল হলে সমস্যা হতে পারে।’’ রাজ্য জানায়, ৫ অক্টোবর ছাড়া অন্য দিনে মিছিলে কোনও আপত্তি নেই। তবে মামলাকারীদের দাবি, ‘‘আরজি করের মৃত্যুর ঘটনা আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর ঘটনা— এই দু’টিকে আলাদা করে দেখার কোনও প্রশ্নই ওঠে না। প্রতিটি মৃত্যুই খুব দুঃখজনক। তাই আদালতের পূর্বের রায় অনুযায়ী এই মিছিলের আদালত অনুমোদন দিক।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *