Breaking News

‘বাংলাকে বানভাসী করা যাবে না, ২৬-এর নির্বাচনে বাংলা বিরোধীদের হবে বিসর্জন’,বিজয়ার আড্ডাতেও বিজেপিকে তোপ অভিষেকের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- ডিভিসির জলছাড়া নিয়ে এ বার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন। তার পর এ দিন অভিষেক সরাসরি আক্রমণ করলেন বিজেপি-কে। অভিষেকের অভিযোগ, “দশমী পার হল না, পরিকল্পিত ভাবে ডিভিসিকে দিয়ে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করা হল। মানুষকে বিপদে ফেলা, এটাই বিজেপির বরাবরের স্বভাব। এটা কোনও প্রাকৃতিক বন্যা নয়, এটা ম্যান-মেড বন্যা।”শুক্রবার কালীঘাটে দলীয় কার্যালয়ে বিজয়া সম্মিলনীতে যোগ দিলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ অক্টোবর তিনি যাবেন আমতলা, নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারবাসীর সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন|শুক্রবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে অভিষেকের হাতে নানা উপহার তুলে দেওয়া হয়। কেউ দিলেন মিষ্টির হাঁড়ি, কেউ আবার অন্য কোনও উপহার। তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, ”ডিভিসি প্রতি বছর ম্যান-মেড বন্যা পরিস্থিতি তৈরি করে। ভোট যত এগিয়ে আসে, ততই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাগুলি আমাদের না জানিয়ে নানা কাজ করে থাকে। আমাদের অফিসারদের সঙ্গে কোনওভাবেই ওঁরা কোনও সমন্বয় করেন না। আসলে বাংলাকে ওরা বঞ্চিত করতে চায়, ডোবাতে চায়।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *