দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- প্রবল বৃষ্টি আর ধারাবাহিক ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ । এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের ৷ সোমবারই উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে, তড়িঘড়ি কেরল থেকে উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও । মিরিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন তিনি| রাজ্যপাল জানান, সব খতিয়ে দেখে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠাবেন| সোমবার বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এখন দোষারোপ করার সময় নয় । আমি এসেছি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলতে ও দেখা করতে । আমি নিজে সমস্ত খতিয়ে দেখে একটি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাব ।” এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি চলে যান মিরিকে ধস কবলিত এলাকা পরিদর্শনে ।রাজভবন সূত্রের দাবি, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রাজভবনের শান্তি কক্ষ পুনরায় সক্রিয় করেছেন এবং সেটিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে । এদিকে পুজোর ছুটিতে দেশের বাড়ি কেরলে গিয়েছিলেন রাজ্যপাল । কিন্তু ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের ভূমিধস ও বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থাকতে তিনি ফের বঙ্গে ফিরেছেন ।বন্যা ও ভূমিধস প্রভাবিত এলাকাগুলিতে কোনওরকম বিপদ বা সহায়তার প্রয়োজন হলে দ্রুত সাড়া দেওয়ার জন্য একটি ২৪×৭ র্যাপিড অ্যাকশন সেল গঠন করা হয়েছে রাজভবনে । এই সেলের সমন্বয়কারী হলেন সন্দীপ সিং রাজপুত, Officer on Special Duty। ফোন নম্বর: 033 -22001641 ৷ ইমেল: peaceroomrajbhavan@gmail.com ৷ পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে নবান্নে চালু হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম । রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব সরাসরি নজর রাখছেন পরিস্থিতির উপরে ৷ পাহাড়ে ভূমিধসের কারণে রাজভবনের শান্তি কক্ষ পুনরায় চালু করা হয়েছে । ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে এই কক্ষের পরিষেবা ।
Hindustan TV Bangla Bengali News Portal