প্রসেনজিৎ ধর, কলকাতা:- সল্টলেকে ডেঙ্গুর বলি নাবালিকা। প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর। বিধাননগর পুরসভার সল্টলেকের ৩৩ নম্বর ওয়ার্ডের ইএসআই হাউসিং কমপ্লেক্সের বাসিন্দা ছিল সে। মৃত ছাত্রীর নাম রূপসী জানা (১৫)। নাবালিকা মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকের দেওয়া ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু সংক্রমণের উল্লেখ করা হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হয় রূপসী। প্রথম দফায় রক্ত পরীক্ষায় ডেঙ্গির কোনও লক্ষণ ধরা না পড়লেও জ্বর কমেনি। সপ্তমীর দিন মেয়ের শারীরিক অবস্থা হঠাৎই খারাপ হতে শুরু করে। পরিবারের উদ্বেগ বাড়ে, তাই ফের রক্ত পরীক্ষা করা হয়। দ্বিতীয় রিপোর্টে ডেঙ্গি পজিটিভ আসে। এরপরই ২ অক্টোবর, অর্থাৎ দশমীর দিন, রূপসীকে দ্রুত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। রবিবার সকালে মৃত্যু হয় কিশোরীর।জানা যাচ্ছে, পরিবারের আরও এক সদস্যও আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। জানা গিয়েছে, রূপসীর ঠাকুমাও ডেঙ্গুতে সংক্রমিত। যদিও তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে। একই পরিবারের দুই সদস্যের ডেঙ্গি সংক্রমণের খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা আবাসনে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, এলাকাজুড়ে নিয়মিত নোংরা জল জমে থাকে, মশার উপদ্রবও কম নয়। বিধাননগর পুরসভার পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই পুর এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২২৮-এ পৌঁছেছে। পুর প্রশাসনের দাবি, প্রায় সারাবছরই নিয়মিত সাফাই অভিযান ও লার্ভা ধ্বংসের কাজ চলছে।
Hindustan TV Bangla Bengali News Portal