প্রসেনজিৎ ধর, কলকাতা :-শেষ মুহূর্তে আচমকা স্থগিত পিংলায় বিড়লা ওপাসের কারখানা উদ্বোধন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারখানা উদ্বোধনের কথা ছিল। আচমকা সেই কর্মসূচি বাতিলের নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী। ‘হাইলোডেড ভাইরাসে’র কলকাঠিতে কর্মসূচি বাতিল বলে মনে করছেন মমতা ।গতকালই উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যা থেকে বৃহস্পতিবার এই কারখানার উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি ৷ ঘোষণার পর ২৪ ঘণ্টাও পেরয়নি, মুখ্যমন্ত্রী জানালেন এই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়েছে ৷
বুধবার দুপুরে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এই কথা জানান ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেন তা বেশ তাৎপর্যপূর্ণ ৷ এই রঙের কারখানা বাতিল হওয়ার নেপথ্যে একটি বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপ রয়েছে বলে ইঙ্গিত দিলেন তিনি ৷এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল আমি ঘোষণা করেছিলাম বিড়লা ওপাশের রং কারখানা আমি উদ্বোধন করব ৷ সবকিছু প্রস্তুত ছিল ৷ সাংবাদিক বৈঠক শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যে আমার কাছে একটি বার্তা আসে ৷ আমি এখানে কর্তৃপক্ষকে দোষ দিতে চাই না ৷ কিন্তু এই গোষ্ঠীর কর্ণধারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার উল্লেখ করে আমার কাছে চিঠি আছে ৷ তাঁরা জানায় তাই এই কর্মসূচি আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিতে হচ্ছে ৷” মমতা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, “আমার তো মনে হয়, এটা হাইলোডেড ভাইরাসের কাজ ৷ সবাইকে হুমকি দেওয়া হচ্ছে ৷ ভয়ানক ব্যাপার ৷ এরাই আবার গণতন্ত্রের বড় বড় কথা বলে ৷ কটকও এখন জ্বলছে ৷ কেমন হামলা হয়েছে, সবার দেখা উচিত ৷” এদিনই ত্রিপুরায় গিয়ে বাধার মুখে পড়েছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা ৷ সে কথাও এদিন তুলে ধরেছেন তিনি ৷
Hindustan TV Bangla Bengali News Portal