Breaking News

গরু পাচারকাণ্ডে এবার বিনয় মিশ্রর নামে সংবাদপত্রে বিজ্ঞাপন সিবিআইয়ের,অন্যদিকে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রর নামে লুকআউট নোটিস জারি সিবিআইয়ের

নিজস্ব সংবাদদাতা :- গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রকে ইতিমধ্যেই ‘পলাতক’ ঘোষণা করেছে আদালত | এবার আদালতের নির্দেশে বিনয়ের ছবি-সহ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রচার শুরু করল সিবিআই | কোন কোন ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে, তাও উল্লেখ রয়েছে বিজ্ঞাপনে|

প্রসঙ্গত, গতকালই গরু পাচারকাণ্ডে বিনয়ের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি করেছে সিবিআই | যা রেড কর্নার নোটিস জারির প্রাথমিক পদক্ষেপ | এই ওপেন ওয়ারেন্ট অনুযায়ী, দেশ এবং দেশের বাইরে যে কোনও তদন্তকারী সংস্থা বিনয়কে গ্রেফতার করতে পারবে | সাধারণ ওয়ারেন্টের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট সময়ের পর তা ‘রিনিউ’ করতে হয়, এ ক্ষেত্রে তেমন কোনও নিয়ম নেই | শুরু গরু পাচারকাণ্ডই নয়, বিনয়কে কয়লা পাচারকাণ্ডেও পলাতক ঘোষণা করা হয়েছে | দু’টি মামলাতেই তাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা |
অন্যদিকে গরু পাচার কাণ্ডে চক্রের চাঁইদের জালে পুরতে তৎপর হয়েছেন গোয়েন্দারা | এবার পাচারচক্রের অন্যতম পাণ্ডা বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল সিবিআই| সিবিআই সূত্রে খবর, গরু পাচারে অভিযুক্তদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা | কলকাতা, আসানসোল, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মিলেছে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট-সহ অন্যান্য নথি | আর সেখানেই উঠে এসেছে বিকাশ মিশ্রর নাম | তারপর তদন্তে সহযোগিতা করার জন্য ডাকা হলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন বিকাশ | তাই এবার তাঁকে হেফাজতে পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা| ইতিমধ্যে দেশের সমস্ত বিমানবন্দর ও রেল স্টেশনে বিকাশের নামে হুলিয়া জারি করা হয়েছে | সিবিআইয়ের ধারণা, আইনের হাত এড়িয়ে যেতে বিদেশে পালিয়ে যেতে পারেন বিকাশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *