প্রসেনজিৎ ধর:- বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সদ্যোজাত শিশুকে চুরি করার চেষ্টার অভিযোগ। ঘটনায় আপাতত দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করা হয়। এদিকে হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার ঘটনার পরই হাসপাতালে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোনালি মুর্মু ও মেনকা মার্ডি। হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং স্বাস্থ্যকর্মীদের নজর এড়িয়ে সদ্যোজাত শিশু নিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই মহিলা বলে অভিযোগ। বুধবার রাতে বালুরঘাট জেলা হাসপাতাল তথা সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে অন্যের বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই মহিলা বলে অভিযোগ।খবর পেয়ে আসে বালুরঘাট থানার পুলিশ। ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করার সময়ে দু’জনেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। ঠিক কী ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানা পুলিশ। ধৃত দু’জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, ওই দুই মহিলার সঙ্গে একটি বাচ্চাও ছিল। সেই বাচ্চাটি কাদের সেটিও খতিয়ে দেখছে পুলিশ।বৃহস্পতিবার বিকালে হাসপাতাল চত্বর পরিদর্শনে যান ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ও বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই দুই মহিলাই ঘটনার সময়ে মদ্যপ ছিলেন। ওই অবস্থাতেই তারা সদ্যোজাত চুরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অপহরণ ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে আগামী ১৫ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। হাসপাতালে নিরাপত্তারক্ষীদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে। তবে ঠিক কী কারণে ওই দুই মহিলা হাসপাতালে গিয়েছিল এবং বাচ্চাটিকে কোলে নিয়েছিল, তা এখনও পরিস্কার নয় পুলিশ ও হাসপাতালের কাছে। এমনকি মদ্যপ অবস্থায় থাকার পরও কীভাবে ওই দুই মহিলা হাসপাতালে প্রবেশ করল তা নিয়েও প্রশ্ন উঠছে।
Hindustan TV Bangla Bengali News Portal