দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:-প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রাথমিকে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ পরীক্ষা ‘টেট’-এর প্রশ্নে ‘ভুল’ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হওয়ার আগেই কেন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন চাকরিপ্রার্থীদের একাংশের। হাই কোর্টের বিচারপতি ওম নারায়ণ রাই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান টেট অনুত্তীর্ণদের একাংশ। তাঁরা ২০১৭ এবং ২০২২ সালের টেটে পাশ করতে পারেননি। ওই চাকরিপ্রার্থীদের বক্তব্য, ওই দু’টি টেটে প্রায় ২০টি প্রশ্ন ভুল রয়েছে। ওই ২০টি প্রশ্নে নম্বর পেলে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হবেন। প্রশ্নভুলের অভিযোগ নিয়ে আদালতে মামলাও দায়ের হয়েছে।আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, ভুলের প্রশ্ন দরুন নম্বর পেলে অনেকেই আবার পাশ করবেন। ফলে প্রশ্ন ভুল রয়েছে কি না সেই সিদ্ধান্ত আসার আগেই কেন নিয়োগ প্রক্রিয়া শুরু? এর ফলে কয়েক হাজার চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন না।টেট-এর ‘ভুল প্রশ্ন’ সংক্রান্ত অভিযোগের মামলায় আগেই একটি কমিটি গঠন করেছে কলকাতা হাই কোর্ট। ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগ যাচাই করে দেখার দায়িত্ব দেওয়া হয় ওই কমিটিকে। ‘ভুল প্রশ্ন’ সংক্রান্ত ওই মামলাটি এখনও বিচারাধীন রয়েছে আদালতে। এবার নতুন নিয়োগবিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেও মামলা দায়ের হল হাই কোর্টে।
Hindustan TV Bangla Bengali News Portal