নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- হাইকোর্টে গিয়ে রক্ষাকবচ পেলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার পুলিশি গ্রেফতারি থেকে বিজেপি নেতাকে ‘রক্ষা’ করল কলকাতা হাইকোর্টে শম্পা দত্তের বেঞ্চ। দীর্ঘ শুনানি শেষে আদালতের স্পষ্ট নির্দেশ, প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে ১০ নভেম্বর পর্যন্ত কোন পদক্ষেপ নয়। নেপালের পরিস্থিতির সময়ে অর্জুন বলেন, নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হওয়া প্রয়োজন। আর এহেন মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্জুন সিং খুনের চক্রান্ত করছেন বলে চাঞ্চল্যকর দাবি করেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতার বিরুদ্ধে ১০ টির বেশি এফআইআর দায়ের হয়। শুধু তাই নয়, বারাকপুরের পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ইস্যুতে এখনও পর্যন্ত মোট ৫৬ টি মামলা দায়ের হয়েছে। ওই সমস্ত এফআইআরকে চ্যালেঞ্জ করে সম্প্রতি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং।বিচারপতি শম্পা দত্তের বেঞ্চে ওঠে মামলা। আজ ছিল শুনানি। আপাতত অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপি নেতার বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানায় দায়ের হওয়া FIR-র ভিত্তিতে আগামী ১০ই নভেম্বর পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না। ওই দিনই আবার মামলার পরবর্তী শুনানি।
Hindustan TV Bangla Bengali News Portal