দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলায় সামনের বছর বিধানসভা নির্বাচন। তার আগে ফের রাজ্যে গীতাপাঠের আয়োজন বিজেপি প্রভাবিত সংগঠনের। এবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করছে সনাতন সংস্কৃতি সংসদ। আগামী ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানে হবে এই গীতাপাঠ। এই নিয়ে তৃতীয়বার গীতাপাঠের আয়োজন করা হচ্ছে।এবার হিন্দুত্বে শান দিয়ে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ আসরের আয়োজন করছে সনাতন সংস্কৃতি সংসদ। তবে এবারের লক্ষ্যমাত্রা আরও বেশি।গত ২০২৩ সাল থেকে কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠান হলেও পরিকল্পনায় আরএসএস। পরের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার তোড়জোড় শুরু করেছে সকলেই।এবার ৫ লক্ষে কণ্ঠে গীতাপাঠের এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কার্তিক মহারাজ। থাকার কথা গীতা মনীষী জ্ঞানানন্দ মহারাজের। থাকতে পারেন বাগেশ্বর ধামের মহা মণ্ডলেশ্বর ধীরেন্দ্র মহারাজ। আগের দুটি কর্মসূচির মতো এবার বিজেপির নেতা-নেত্রীরা গীতাপাঠে অংশ নেবেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এবার বঙ্গের ভোটে নিজেদের শক্তি প্রকাশে আরএসএসের সাহায্য চায় বিজেপি। এক্ষেত্রে অস্ত্র একমাত্র হিন্দুদের সমর্থন একত্র করে ভোটবাক্সে নিয়ে আসা।
Hindustan TV Bangla Bengali News Portal