দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সামনেই কালীপুজো | সেই ভিড় সামলাতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিয়ে আগেই সতর্ক রেল| শিয়ালদহের ডিভিশনাল ম্যানেজার রাজীব সাকশেনা জানালেন এ নিয়ে কী কী ব্যবস্থা নিচ্ছেন তাঁরা |পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উৎসবের সময় সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকাল ট্রেন দমদম ও বিধাননগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে। এরমধ্যে রয়েছে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, বহরমপুর কোর্ট ও লালগোলার ট্রেন। মাঝেরহাট ও বালিগঞ্জ হয়ে যাতায়াতকারী দক্ষিণ শাখার সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকাল ট্রেনগুলি শুধুমাত্র ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যাতায়াত করবে।
বারাসতের কালীপুজো বিখ্যাত। বহু দর্শনার্থী ট্রেনে করেই জেলার এই শহরে যাতায়াত করে। বিধাননগর ও দমদম স্টেশন থেকে বহু যাত্রী বারাসতের ট্রেন ধরেন। সেই কথা মাথায় রেখে রেল জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধার্থে বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি আপ লোকাল শুধুমাত্র দমদম ও বিধাননগর স্টেশনের প্ল্যাটফর্ম ২ দিয়েই যাতায়াত করবে। দূরপাল্লার সমস্ত মেল এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন এই দু’টি স্টেশনে শুধুমাত্র প্ল্যাটফর্ম ২ দিয়ে যাতায়াত করবে।কালীপুজোর সময়কালে শিয়ালদহ স্টেশন চত্বরকে সম্পূর্ণ হকার মুক্ত রাখা হবে বলে জানিয়েছে রেল। শ্যামাপুজোর দিন সরকারি ছুটি। তবে অফিসের দিনের মতোই সব লোকাল ট্রেন চলবে। রেলের তরফে আরও জানানো হয়েছে, ২০ থেকে ২৪ অক্টোবর কোনও ট্রেন গ্যালোপিং থাকবে না। যাত্রাপথের সমস্ত স্টেশনেই থামবে। এই বিধি বলবৎ করতে গিয়ে কোনও কোনও ট্রেন দেরিতে চলতে পারে। কোনও ট্রেন বিশেষ কারণবশত বাতিল করতে হলে তা থেকে জানিয়ে দেওয়া হবে জানিয়েছে কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal