Breaking News

নাগরাকাটা কাণ্ডের প্রতিবাদে মিছিল বিজেপির!ঘটনার প্রতিবাদে তীর ধনুক হাতে পথে বিজেপি নেতৃত্ব

প্রসেনজিৎ ধর, কলকাতা :-খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় শাসকদলের উপর আরও চাপ বাড়াতে আসরে রাজ্য বিজেপি। বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল গেরুয়া শিবির। আর এই মিছিলে দেখা গেল বঙ্গ বিজেপির নেতাদের। একদিকে , খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সরব হলেন তাঁরা। তবে বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হাজির ছিলেন না।একইসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা নিয়েও রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন তাঁরা।সুকান্ত বলেন, “পুলিশকে এক মাস সময় দিলাম-নাগরাকাটার প্রকৃত অপরাধীদের ধরতে হবে। না হলে বিজেপি নিজ উদ্যোগে ‘ট্রিটমেন্ট’ করবে।” তিনি আরও দাবি করলেন, “বৈধ ভোটারের নাম থাকুক, কিন্তু সেগুলো নিয়ে অস্বাভাবিকতা থাকলে তা ঠিক করা হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম তালিকায় থাকবার কথা নয়-এটাই আমরা চাই।” শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে রাজনৈতিক হামলার ঘটনা বেড়েছে-সরকার আদিবাসী-বিরোধী আচরণ করছে। আজকের মিছিল আন্দোলনের শেষ নয়, শুরু মাত্র। বদল চাইলে বদল আনতেই হবে। ২৬-এ পরিবর্তন এলে আমরা বদলা নেব।”মিছিলে অনেকের হাতেই আদিবাসীদের চিরাচরিত অস্ত্র দেখা যায়। এমনকি, রাহুল সিনহা, সুকান্ত মজুমদারের হাতেও তির, ধনুক দেখা গিয়েছে।
এদিন মিছিল শেষে শুভেন্দু বলেন, “গত বেশ কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছেন। এই সরকার আদিবাসী বিরোধী। মিছিল শেষ মানে আন্দোলন শেষ নয়। আজ আন্দোলনের শুরু। বদলা চাইলে বদল করতে হবে। ছাব্বিশে বদল হলে সুদে আসলে আমরা বদলা নেব।” কালীপুজোর পর আদিবাসী সংগঠনগুলিকে রাস্তায় নামার ডাক দিলেন শুভেন্দু। একইসঙ্গে বলে দিলেন, “বদলও হবে, বদলাও হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *