Breaking News

‘ড্রেজিং না করলে ড্যাম রাখার প্রয়োজনীয়তা কী?’ডিভিসি নিয়ে ফের মমতার তোপ কেন্দ্রকে!

দেবরীনা মণ্ডল সাহা :-উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে আরও এক বার কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, উষ্মা প্রকাশ করলেন সেচ দফতরের ভূমিকা নিয়েও। মমতার মতে, ঠিক মতো কাজ করতে পারছে না সেচ দফতর। আপাতত যে কোনও কাজে হাত দেওয়ার আগে পূর্ত দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে রাজ্যের জলসম্পদমন্ত্রী মানস ভুঁইয়ার দফতরকে।এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ড্যাম রাখার কারণ হল, যাদের জলের সঙ্কট, তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করার জন্য। গ্রীষ্মকালে আমি যদি জল চেয়ে না পাই, আর বর্ষা হলেই তোমরা তোমাদের জল ছেড়ে দেবে আমাদের বাংলায়… ড্রেজিং না করলে ড্যামের কোনও প্রয়োজনীয়তা নেই। ভেঙে দাও ড্যাম।”গঙ্গাসাগর এলাকায় আরও বেশি করে ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ম্যানগ্রোভ কংক্রিটের থেকেও শক্ত। বন দফতরের তো দায়িত্ব রয়েছে। আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওদিকটা লাগান, উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা বাঁচবে। আমি জলের টাকা জলে ঢালতে রাজি নই। যে স্থায়ী সমাধান হবে, সেটাই করতে হবে।”সোমবারই নাগরাকাটায় গিয়ে মুখ্যমন্ত্রী দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার পর ভুটানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ভুটানের জলেই উত্তরবঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটেছে। ওদের ক্ষতিপূরণ দেওয়া উচিত! নাগরাকাটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সোমবার সেই গোটা এলাকা হেঁটে ঘোরেন তিনি। দুর্গতদের সঙ্গে কথা বলেন। ত্রাণসামগ্রী বিলি করার পাশাপাশি মৃতদের পরিবারের এক জন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দিলেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *