প্রসেনজিৎ ধর :- অ্যাসিড হামলার শিকার হলেন নিউ আলিপুরদুয়ার স্টেশন সংলগ্ন বিজি রোডের এক গৃহবধূ। জখম মহিলার বয়স পঞ্চাশের কাছাকাছি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত টোটো চালক ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়কে হাতেনাতে ধরে ফেলে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেপ্তার উত্তর ২৪ পরগনার বারাকপুরের বাসিন্দা অভিযুক্ত যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরে। আক্রান্ত মহিলা হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।নিউ আলিপুরদুয়ারের বিজি এলাকায় বাড়ি ওই বছর ৫০ বয়সের ওই মহিলার। তিনি রাতে বাড়ি ফিরছিলেন। রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় এক যুবক তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ। আর্তনাদ করে ওঠেন ওই মহিলা। ঘটনাস্থলের অদূরেই একটি চায়ের দোকানে কিছু স্থানীয় বাসিন্দা সেসময় উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন। পালানোর চেষ্টা করেও শেষপর্যন্ত বাসিন্দাদের হাতেই ধরা পড়েন অভিযুক্ত। খবর দেওয়া হয় পুলিশে। গ্রেপ্তার করা হয় ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় নামে বছর ৩৫-এর ওই যুবককে। জানা যায়, তিনি উত্তর ২৪ পরগনার বারাকপুর এলাকার বাসিন্দা। কিন্তু কী কারণে ওই মহিলাকে অ্যাসিড ছোড়া হল?প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আক্রান্ত ও অভিযুক্তের আগে থেকেই পরিচয় ছিল। ওই মহিলা বিবাহিতা। এদিকে ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় বেশ কয়েক বছর আগে আলিপুরদুয়ারে ছিলেন। তখনই দু’জনের মধ্যে সম্পর্ক হয় বলে খবর!এ ব্যাপারে আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দেবনাথ বলেন, “২০ নম্বর ওয়ার্ডে ওই গৃহবধূ ভাড়া থেকে হোটেল চালান। ওই এলাকার কেউ ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় নামের ব্যক্তিকে দিয়ে গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল।”
Hindustan TV Bangla Bengali News Portal