প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের তৃণমূল নেতার উপর হামলা। জানা যায়, সল্টলেকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তের উপর ভয়ঙ্কর হামলার চেষ্টা চালানো হয়েছে। ঘটনার সময় বন্দুক থেকে গুলি বের হয়নি। ফলে হামলাকারী কাউন্সিলরকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করেছে। আহত কাউন্সিলরকে দ্রুত বিধান নগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে এলাকায় থাকা সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সল্টলেকের ৩৮ নম্বর ওয়ার্ডে। নির্মল দত্তের স্ত্রী আলো দত্ত বর্তমানে কাউন্সিলার। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে দত্তাবাদের কাছে ওয়ার্ড অফিসে ছিলেন নির্মল দত্ত। পুরকর্মীদের কাজ তদারকি করছিলেন। অভিযোগ, সেই সময় দুই যুবক আসে এবং সামনে থেকে গুলি চালায়। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে বেঁচে যান তৃণমূল নেতা। ঘটনায় রীতিমত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও আতঙ্কিত না হয়ে দুষ্কৃতীদের হাত ধরে ফেলেন নির্মলবাবু। কিন্তু দুষ্কৃতীরা তাঁকে বন্দুকের বাট দিয়ে সজোরে মাথায় আঘাত করে বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েন তিনি। স্থানীয় মানুষজনরা দ্রুত নির্মল দত্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তৃণমূল নেতা জানিয়েছেন, ”প্রায় তিন রাউন্ড গুলি চালানো হয়। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল। ফলে কাউকে চেনা সম্ভব হয়নি।” তাঁর আরও দাবি, ”বছরখানেক আগেও ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই সময়েরই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছিলাম।” তবে এদিনের হামলার ঘটনায় আতঙ্কিত তৃণমূল নেতা এবং তাঁর পরিবার। অন্যদিকে আগের ঘটনার সঙ্গে এদিনের ঘটনার কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
Hindustan TV Bangla Bengali News Portal